হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিল ইইউ

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর ১৩তম প্যাকেজ নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলো। মস্কোকে অস্ত্র সংগ্রহে সহায়তা করা এবং ইউক্রেইনের শিশুদের অপহরণে জড়িত প্রায় ২০০ প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

কাতারভিত্তিক বার্তা সংস্থা ‘আল-জাজিরা’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি রাশিয়ার বিরুদ্ধে আমাদের ১৩তম নিষেধাজ্ঞা প্যাকেজের চুক্তিকে স্বাগত জানাই। আমাদের অবশ্যই পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে ২০০ জন ব্যক্তি ও সংস্থা যুক্ত হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট সংখ্যা ২ হাজারে পৌঁছেছে।

বোরেল এক্সে লিখেছেন, ‘এই প্যাকেজের মাধ্যমে আমরা গোয়েন্দা, প্রতিরক্ষা এবং সামরিক খাতে জড়িত সংস্থাগুলোর বিরুদ্ধে আরও ব্যবস্থা নিচ্ছি।’

ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি চীন, উজবেকিস্তান, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। যেগুলো ইইউয়ের নিষেধাজ্ঞা অমান্য করছে বলে অভিযোগ রয়েছে।

কূটনীতিকরা জার্মান প্রেস এজেন্সি ডিপিএকে বলেছেন, রুশ অস্ত্রশিল্প যাতে ড্রোন তৈরির উপাদান না পায় সেই লক্ষ্যেই সর্বশেষ এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্লকের কোম্পানিগুলোকে কোনভাবেই রাশিয়ার সঙ্গে সামরিক যোগাযোগ, পণ্য এবং প্রযুক্তি বিক্রির অনুমতি দেওয়া হবে না। 

ইইউয়ের বর্তমান প্রেসিডেন্ট দেশ বেলজিয়াম। স্যোশাল মিডিয়া এক্সে বেলজিয়াম বলেছে, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের কর্মকাঠামোর আওতায় ১৩তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইইউ রাষ্ট্রদূতরা নীতিগতভাবে সম্মত হয়েছে।

ইইউ কূটনৈতিক কয়েকটি সূত্র বলেছে, ইইউ দেশগুলোতে কাজ করা কিংবা ভ্রমণ নিষিদ্ধ হওয়া ১৯৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় যোগ হবে নতুন নিষেধাজ্ঞায় পড়া প্রতিষ্ঠান ও ব্যক্তিরা।

রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইউক্রেইনের শিশু অপহরণ কিংবা পাচারে জড়িতদের বিষয়টি নজরে রেখে নতুন নিষেধাজ্ঞার তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় আরও আছে উত্তর কোরিয়ার একটি ফার্ম এবং বেলারুশের একটি ফার্মও।

২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় বর্ষপূর্তির সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্যাকেজটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে।

তা ছাড়া, রাশিয়ার প্রায় ২ হাজার ব্যক্তি ও কোম্পানির ওপর এরই মধ্যে যেসব নিষেধাজ্ঞা বহাল আছে, সেগুলোও আরও ছয়মাসের জন্য নবায়ন করেছেন ইইউ রাষ্ট্রদূতরা।

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ