হোম > বিশ্ব > ইউরোপ

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টা না যেতেই ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক­

সেবাস্তিয়ান লেকোর্নু। ছবি: এএফপি

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু। মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে। ফ্রান্স সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর ঘনিষ্ঠ মিত্র লেকোর্নুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরেই লেকোর্নু চাপের মুখে পড়েছিলেন। এর মধ্যে ঋণসংকটে বিভক্ত সংসদে বাজেট পাস করতেও ব্যর্থ হন তিনি।

রোববার রাতে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টা পরেই তিনি পদত্যাগ করেন। ফলে ফ্রান্সের ইতিহাসে তাঁর সরকার সবচেয়ে স্বল্প স্থায়ী সরকারের রেকর্ড গড়ল।

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবার স্থানীয় সময় বিকেলে হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর নীতি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও লেকোর্নুর নতুন মন্ত্রিসভা বিরোধী দল এবং নিজ দলের ভেতরেও ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। কারণ, নতুন মন্ত্রিসভার অনেক সদস্য আগের সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

লেকোর্নু সাংবাদিকদের বলেন, ‘আমি আপস করতে প্রস্তুত ছিলাম, কিন্তু প্রতিটি দলই চেয়েছে, অন্য দল তাদের পুরো কর্মসূচি গ্রহণ করুক।’

২০২৪ সালের আগাম নির্বাচনের পর থেকে ফরাসি সংসদ ডানপন্থী ও বামপন্থী জোটে বিভক্ত হয়ে যায়। গত দুই বছরে মাখোঁর সরকারের এটি ছিল পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচন। তবে লেকোর্নুর আকস্মিক পদত্যাগের পর বিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগের পাশাপাশি নতুন নির্বাচনেরও দাবি তুলেছে।

ডানপন্থী ন্যাশনাল র‍্যালি দলের শীর্ষ নেত্রী মারিন লো পেন লেকোর্নুর মন্ত্রিসভাকে ‘নগণ্য’ আখ্যা দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে আবার ভোটের আয়োজন করা।’ তাঁর দলের নেতা জর্দান বারদেলা একই সুরে বলেন, ‘ন্যাশনাল র‍্যালি দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত।’

অন্যদিকে, বামপন্থী ‘ফ্রান্স আনবাউড’ দলের নেতা জঁ-লুক মেলঁশো মাখোঁর পদত্যাগের দাবি করেছেন। ডানপন্থী রিপাবলিকান দলের প্রধান ফ্রাঁসোয়া-জেভিয়ের বেলামি বলেন, তাঁদের দল সংসদ ভেঙে দিলে ‘ভীত নয়’।

এদিকে, লেকোর্নুর পদত্যাগের খবর প্রকাশের পরই ফ্রান্সের শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রধান সূচকে (সিএসি-৪০) একঝটকায় ২ শতাংশের বেশি পতন ঘটেছে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার