হোম > বিশ্ব > ইউরোপ

গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে রাজি নয় ফ্রান্স

রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনতে হলে রুবলে মূল্য পরিশোধ করতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে দাবি করেছিলেন, তা প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল শুক্রবার তিনি বলেন, ‘মস্কো তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাখোঁ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন।

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘রাশিয়ার সঙ্গে যে চুক্তি ছিল, তার সঙ্গে এটা (রুবলে মূল্য পরিশোধ) সংগতিপূর্ণ নয়। আমি কেন এটা করব তা বুঝতে পারছি না। ক্রেমলিনের কৌশল অনুসরণ করে আমরা আমাদের বিশ্লেষণের কাজ চালিয়ে যাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘ইউরোপের মাটিতে যাঁরা আছেন তাঁরা অবশ্যই ইউরোর মাধ্যমেই গ্যাস কিনবেন। সুতরাং তাঁর (পুতিনের) অনুরোধ রক্ষা করা সম্ভব নয় এবং এটি চুক্তিভিত্তিকও নয়।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমার বিশ্বাস যে ইইউয়ের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্যই মস্কো এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এটি নিষেধাজ্ঞা এড়ানোর একটি প্রক্রিয়া।’

এদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের দুর্বল নিষেধাজ্ঞার মুখে তিনি রুশ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই করছেন।

এর আগে গত বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ‘বন্ধু নয় এমন দেশকে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে।’

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১