হোম > বিশ্ব > ইউরোপ

গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে রাজি নয় ফ্রান্স

রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনতে হলে রুবলে মূল্য পরিশোধ করতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে দাবি করেছিলেন, তা প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল শুক্রবার তিনি বলেন, ‘মস্কো তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাখোঁ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন।

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘রাশিয়ার সঙ্গে যে চুক্তি ছিল, তার সঙ্গে এটা (রুবলে মূল্য পরিশোধ) সংগতিপূর্ণ নয়। আমি কেন এটা করব তা বুঝতে পারছি না। ক্রেমলিনের কৌশল অনুসরণ করে আমরা আমাদের বিশ্লেষণের কাজ চালিয়ে যাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘ইউরোপের মাটিতে যাঁরা আছেন তাঁরা অবশ্যই ইউরোর মাধ্যমেই গ্যাস কিনবেন। সুতরাং তাঁর (পুতিনের) অনুরোধ রক্ষা করা সম্ভব নয় এবং এটি চুক্তিভিত্তিকও নয়।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমার বিশ্বাস যে ইইউয়ের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্যই মস্কো এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এটি নিষেধাজ্ঞা এড়ানোর একটি প্রক্রিয়া।’

এদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের দুর্বল নিষেধাজ্ঞার মুখে তিনি রুশ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই করছেন।

এর আগে গত বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ‘বন্ধু নয় এমন দেশকে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট