হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের দোনেৎস্কে ৯ বেসামরিক ব্যক্তি নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় অন্তত ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে এ কথা জানিয়েছেন।

পাভলো কিরিলেনকো টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দোনেৎস্কের হামলায় তিনজন নিহত, দুজন আহত এবং আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভগ্লেদার শহরে পানি পান করার সময় হামলার শিকার হয়ে তিনজন মারা গেছেন। অন্যদিকে লামিন শহরে আরও তিনজন নিহত হয়েছেন। 

তবে বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা করার কথা বরাবরই অস্বীকার করেছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া বলে আসছে যে তারা বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে কখনোই হামলা করছে না। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দোনেৎস্কের বিভিন্ন এলাকা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে রয়েছে বলে আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতি দিয়েছে। প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, তারা সেখান থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। 

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্ক ও লুহানস্কে আনুষ্ঠানিকভাবে হামলা জোরদার করার পরিকল্পনা করছে রাশিয়া। 

এ অঞ্চলের কিছু অংশ আগে থেকেই রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। মার্চের শেষের দিকে রাজধানী কিয়েভ থেকে সরে গিয়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে একটি নতুন আক্রমণ শুরু করেছে রাশিয়া। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল