ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে রুশ বাহিনীর হামলায় অন্তত ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে এ কথা জানিয়েছেন।
পাভলো কিরিলেনকো টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দোনেৎস্কের হামলায় তিনজন নিহত, দুজন আহত এবং আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভগ্লেদার শহরে পানি পান করার সময় হামলার শিকার হয়ে তিনজন মারা গেছেন। অন্যদিকে লামিন শহরে আরও তিনজন নিহত হয়েছেন।
তবে বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা করার কথা বরাবরই অস্বীকার করেছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া বলে আসছে যে তারা বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে কখনোই হামলা করছে না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দোনেৎস্কের বিভিন্ন এলাকা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে রয়েছে বলে আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতি দিয়েছে। প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, তারা সেখান থেকে বেসামরিক মানুষদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্ক ও লুহানস্কে আনুষ্ঠানিকভাবে হামলা জোরদার করার পরিকল্পনা করছে রাশিয়া।
এ অঞ্চলের কিছু অংশ আগে থেকেই রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। মার্চের শেষের দিকে রাজধানী কিয়েভ থেকে সরে গিয়ে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে একটি নতুন আক্রমণ শুরু করেছে রাশিয়া।