হোম > বিশ্ব > ইউরোপ

পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

সুইডেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডেলানা অ্যান্ডারসন নিয়োগ পাওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন। গতকাল বুধবার তিনি পার্লামেন্টে এক ভোটে সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। কিন্তু তাঁর জোট অংশীদার সরকার ছেড়ে দেওয়ার পর এবং সংসদে তাঁর বাজেট পাস করতে ব্যর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অ্যান্ডারসন গণমাধ্যমকর্মীদের বলেছেন, ‘আমি স্পিকারকে বলেছি পদত্যাগ করতে চাই।’ 

তবে অ্যান্ডারসন বলেছেন, তিনি একক দলীয় সরকারের নেতা হিসেবে আবার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন। 

পার্লামেন্টের সদস্যরা তাঁর প্রস্তাবিত বাজেটকে সমর্থন না দিয়ে বিরোধীদের বাজেটকে সমর্থন দিয়েছে। এতে অভিবাসীবিরোধী বিভিন্ন প্রস্তাবনা রয়েছে। 

অ্যান্ডারসনের জোটের অংশীদার গ্রিনস পার্টি বলেছে, তারা প্রথমবারের মতো উগ্র ডানপন্থীদের সঙ্গে তৈরি করা বাজেট গ্রহণ করতে পারে না। 

সংসদের স্পিকার বলেছেন, তিনি পরবর্তী পদক্ষেপের বিষয়ে দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন।

এর আগে অ্যান্ডারসন বুধবারই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সুইডিশ নারীরা ভোটাধিকার পাওয়ার একশ বছর পর সে দেশে কোন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল। কিন্তু নিয়োগ পাওয়ার কয়েক ঘণ্টা না যেতেই তিনি পদত্যাগ করলেন।

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই