হোম > বিশ্ব > ইউরোপ

আরও সাড়ে ৭৭ কোটি ডলারের অস্ত্র পাচ্ছে ইউক্রেন

ইউক্রেনকে আরও সাড়ে ৭৭ কোটি ডলারের অস্ত্রসহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হামলা শুরুর পর থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। সহায়তার এই ধারা অব্যাহত রাখার কথাও জানিয়েছে ওয়াশিংটন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ব্লিংকেন বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের জনগণকে এভাবেই সমর্থন করতে থাকবে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১০ দশমিক ৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে। এর পর থেকে কয়েক দফায় ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর হামলা প্রতিহতে ইউক্রেন সরকারকে এ পর্যন্ত কয়েক বিলিয়ন ডলারের সহায়তায় দিয়েছে বাইডেন প্রশাসন। আর সামরিক সহায়তার মধ্যে রয়েছে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, জ্যাভলিন, অ্যান্টি-ট্যাংক অস্ত্র, রাইফেল, বুলেটসহ অনেক কিছু।

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প