হোম > বিশ্ব > ইউরোপ

আরও সাড়ে ৭৭ কোটি ডলারের অস্ত্র পাচ্ছে ইউক্রেন

ইউক্রেনকে আরও সাড়ে ৭৭ কোটি ডলারের অস্ত্রসহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার হামলা শুরুর পর থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। সহায়তার এই ধারা অব্যাহত রাখার কথাও জানিয়েছে ওয়াশিংটন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ব্লিংকেন বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের জনগণকে এভাবেই সমর্থন করতে থাকবে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১০ দশমিক ৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে। এর পর থেকে কয়েক দফায় ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর হামলা প্রতিহতে ইউক্রেন সরকারকে এ পর্যন্ত কয়েক বিলিয়ন ডলারের সহায়তায় দিয়েছে বাইডেন প্রশাসন। আর সামরিক সহায়তার মধ্যে রয়েছে অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, জ্যাভলিন, অ্যান্টি-ট্যাংক অস্ত্র, রাইফেল, বুলেটসহ অনেক কিছু।

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া