হোম > বিশ্ব > ইউরোপ

চলতি বছর ৪ লাখেরও বেশি নতুন সেনা নিয়োগ দিয়েছে রাশিয়া 

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে রাশিয়ার সেনাবাহিনীতে নতুন করে ৪ লাখের বেশি সৈন্য নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সেনা নিয়োগের সংখ্যা প্রকাশ করল। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এই তথ্য জানিয়েছেন। 

মেদভেদেভ গতকাল রাশিয়ার সশস্ত্রবাহিনীর ৩৩৭ তম এয়ারবোর্ন অ্যাসল্ট রেজিমেন্ট পরিদর্শন করেন। সেখানে তিনি সৈনিকদের প্রশিক্ষণ ও কুচকাওয়াজ দেখেন এবং রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট জানান, তাঁর দেশ ধীরে ধীরে সক্ষমতা বৃদ্ধি করছে। 

এ প্রসঙ্গেই রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এই ডেপুটি চেয়ারম্যান বলেন, ‘সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ লাখ ১০ হাজার নতুন সেনা চুক্তিবদ্ধ হয়েছে। নতুন নিয়োগ পাওয়া সেনাদের আগামী বছরে পদায়ন করা হবে। আমাদের প্রেসিডেন্ট নিজে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সত্যি বলতে এ সংক্রান্ত কাজ খুব ভালো চলছে।’ 
 
মেদভেদেভ বলেন, ‘দেশের সামরিক বাহিনীতে কাজ করতে ইচ্ছুক লোকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নতুন চুক্তিবদ্ধ সৈন্যদের সংখ্যায় কোনো কমতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন সৈনিকদের প্রশিক্ষণের সময়সীমা আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।’ এ সময় তিনি জানান, ইউক্রেনের বিপরীতে যুদ্ধে রাশিয়ার সু-প্রশিক্ষিত সৈন্য দরকার। 

ইউক্রেনের নাম উল্লেখ না করে মেদভেদেভ বলেন, ‘আমাদের প্রতিপক্ষ কাদের রণাঙ্গনে পাঠাচ্ছে ঈশ্বর ভালো জানেন। তাঁরা কেবল মানুষ ধরে নিয়ে অ্যাসল্ট রাইফেল হাতে তুলে দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। এর পরিণতি সুস্পষ্ট।’ এ সময় তিনি জানান, এতে কেবল ইউক্রেনীয়রা প্রাণই হারাবে। এ সময় তিনি জানান, দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন ৯০ হাজারেরও বেশি সেনা হারিয়ে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন