হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে 

ইউক্রেনে চলতে থাকা যুদ্ধ ইউক্রেন ছাড়িয়ে ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজকে এই কথা জানিয়েছেন।

পেক্কা হাভিস্তো জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবশ্যই আশঙ্কা রয়েছে। 

সিএনএনের সাংবাদিক জিম স্কুইট্টোর এক প্রশ্নের জবাবে পেক্কা হাভিস্তো বলেছেন, অবশ্যই এর আশঙ্কা রয়েছে। এবং ঠিক এ জন্যই এই সময়ে ইউক্রেনকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ।’

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান অবস্থা ধরে রাখতে পারলে তারা জিতে যাবে। আমি মনে করি তারা নৈতিকভাবে চাঙা রয়েছে। তারা খুবই সংগঠিত।’ তিনি আরও বলেন, ‘তাদের আমাদের সহায়তার প্রয়োজন।’ 

সম্প্রতি কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ভেঙে ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে হয়ে যাওয়া সম্মেলনে দেশ দুটোকে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। 

এদিকে এর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘ন্যাটোতে যোগদান নিয়ে হেলসিঙ্কি এবং স্টকহোমের সঙ্গে মস্কোর সম্পর্ক অনিবার্যভাবে খারাপ হবে। আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন কিছুটা উত্তেজনা থাকতে পারে, অবশ্যই থাকবে। আমাদের জন্য হুমকি থাকলে এটি অনিবার্য।’ 

পুতিন আরও বলেছেন, ‘ইউক্রেনের সঙ্গে আমাদের যে সমস্যা রয়েছে সেটা ফিনল্যান্ড এবং সুইডেনের সঙ্গে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায় দিক। তবে তাদের অবশ্যই বুঝতে হবে যে, আগে কোনো হুমকি ছিল না। কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার পর যদি তাদের দেশে ন্যাটো সৈন্য মোতায়েন এবং অবকাঠামো নির্মাণ করে তবে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। এ ছাড়া যে অঞ্চলগুলি থেকে আমাদের জন্য হুমকি তৈরি করা হয়েছে, তাদের জন্যও আমাদের একই হুমকি তৈরি করতে হবে।’

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন