হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে 

ইউক্রেনে চলতে থাকা যুদ্ধ ইউক্রেন ছাড়িয়ে ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজকে এই কথা জানিয়েছেন।

পেক্কা হাভিস্তো জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবশ্যই আশঙ্কা রয়েছে। 

সিএনএনের সাংবাদিক জিম স্কুইট্টোর এক প্রশ্নের জবাবে পেক্কা হাভিস্তো বলেছেন, অবশ্যই এর আশঙ্কা রয়েছে। এবং ঠিক এ জন্যই এই সময়ে ইউক্রেনকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ।’

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান অবস্থা ধরে রাখতে পারলে তারা জিতে যাবে। আমি মনে করি তারা নৈতিকভাবে চাঙা রয়েছে। তারা খুবই সংগঠিত।’ তিনি আরও বলেন, ‘তাদের আমাদের সহায়তার প্রয়োজন।’ 

সম্প্রতি কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ভেঙে ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে হয়ে যাওয়া সম্মেলনে দেশ দুটোকে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। 

এদিকে এর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘ন্যাটোতে যোগদান নিয়ে হেলসিঙ্কি এবং স্টকহোমের সঙ্গে মস্কোর সম্পর্ক অনিবার্যভাবে খারাপ হবে। আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন কিছুটা উত্তেজনা থাকতে পারে, অবশ্যই থাকবে। আমাদের জন্য হুমকি থাকলে এটি অনিবার্য।’ 

পুতিন আরও বলেছেন, ‘ইউক্রেনের সঙ্গে আমাদের যে সমস্যা রয়েছে সেটা ফিনল্যান্ড এবং সুইডেনের সঙ্গে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায় দিক। তবে তাদের অবশ্যই বুঝতে হবে যে, আগে কোনো হুমকি ছিল না। কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার পর যদি তাদের দেশে ন্যাটো সৈন্য মোতায়েন এবং অবকাঠামো নির্মাণ করে তবে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। এ ছাড়া যে অঞ্চলগুলি থেকে আমাদের জন্য হুমকি তৈরি করা হয়েছে, তাদের জন্যও আমাদের একই হুমকি তৈরি করতে হবে।’

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১