হোম > বিশ্ব > ইউরোপ

‘অস্তিত্বের সংকটে’ পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া

‘অস্তিত্বের সংকটে’ পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। এ দিকে, ইউক্রেনের সেনাবাহিনীও রুশ বাহিনী দখলকৃত অঞ্চল ফিরে পেতে কিছুটা ‘অপরাধমূলক’ পদ্ধতির আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সিএনএনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র স্বীকার করেছেন যে—রাশিয়া এখনো ইউক্রেনে তার নির্ধারিত সামরিক লক্ষ্যের কোনোটাই অর্জন করতে পারেনি। 

ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ—‘পুতিন কোন পরিস্থিতিতে রাশিয়ার পারমাণবিক ক্ষমতা ব্যবহার করবেন জানতে চাইলে পেসকভ উত্তর দেন, “আমাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তা হতে পারে”।’ 

ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট এখন পর্যন্ত কী অর্জন করেছেন এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এখনো তিনি এখনো অর্জন করতে পারেননি।’ 

এ দিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনের বাহিনীও রুশ বাহিনী দখলকৃত অঞ্চল ফিরে পেতে কিছুটা ‘অপরাধমূলক’ পদ্ধতির আশ্রয় নিচ্ছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সৈন্যরাও এখন বেশ কিছুটা “অপরাধমূলক” কাজ করছে বলে তাঁদের কাছে ইঙ্গিত রয়েছে।’ 

জন কিরবি আরও বলেন, ‘খেরসনের কাছে ইউক্রেনীয়রা তাদের হারানো অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করেছে। তাঁরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে, খুব দারুণ এবং সৃজনশীলতার সঙ্গে এমন জায়গাগুলো রক্ষা করে চলেছে যেগুলো তাঁরা রক্ষা করার উপযুক্ত জায়গা বলে মনে করে। বিশেষ করে খেরসনের কাছে তাঁরা অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করেছে। 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা