হোম > বিশ্ব > ইউরোপ

খেরসন ঝাঁঝরা, দোনেৎস্ক জ্বলছে নরকের আগুনে: জেলেনস্কি

রুশ বাহিনী খেরসন থেকে পালিয়ে গেছে। তবে যাওয়ার আগে পুরো এলাকা তছনছ করে ঝাঁঝরা করে দিয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে দোনেৎস্কে নরকের আগুন জ্বলছে বলেও মন্তব্য করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব বলেছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার অল্প কিছু দিনের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখল করে নিয়েছিল রুশ বাহিনী। সেই খেরসন থেকে সম্প্রতি পিছু হটেছে তারা। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে তীব্র হামলা শুরু করেছে রুশ বাহিনী।

রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার পরে রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে উঠেছে ইউক্রেনের সাধারণ মানুষেরা। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী পালিয়ে যাওয়ার সময় খেরসনের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়ে গেছে। পানি, বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা—সব ঝাঁঝরা করে দিয়ে গেছে তারা। তাদের লক্ষ্য একটাই—মানুষকে যতটা সম্ভব বিপর্যস্ত করা। তবে আমরা সবকিছু পুনরুদ্ধার করব, আপনারা বিশ্বাস করুন।’

শনিবারের নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি আরও বলেছেন, ‘দোনেৎস্কে প্রতিদিন ভয়াবহ যুদ্ধ হচ্ছে। সেখানে নরকের আগুন জ্বলছে। আমাদের সেনারা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।’

এ দিকে ক্রেমলিন বলেছে, শনিবার ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছিলেন। তিনি ফোনালাপের সময় দুই দেশের রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট