হোম > বিশ্ব > ইউরোপ

কোকেন বৈধ করবে সুইজারল্যান্ডের রাজধানী

পরীক্ষামূলকভাবে একটি পাইলট প্রোগ্রামের আওতায় বিনোদনমূলক ব্যবহারের জন্য কোকেনের বিক্রি বৈধ করবে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহর। মজার বিষয় হলো—দেশে ব্যাপক হারে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ ও সীমিত করতেই একটি নিয়ন্ত্রিত এবং নিরাপদ বিকল্প হিসেবে ওই উদ্যোগের কথা ভাবা হচ্ছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদক বৈধ করার প্রস্তাবটি ইতিমধ্যে বার্নের স্থানীয় সংসদ থেকে সমর্থন পেয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য ফেডারেল আইনে পরিবর্তন প্রয়োজন হবে। 

নতুন উদ্যোগের বিষয়ে এর পক্ষের মানুষেরা যুক্তি দিচ্ছেন, দেশটির মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় বৈধকরণের মতো ব্যতিক্রমী পন্থা মাদকের বাজারে আরও ভালো নিয়ন্ত্রণ আনতে পারে এবং নিরাপদ ব্যবহারের পথ সুগম করতে পারে। 

বার্ন শহর কাউন্সিলের বিকল্প বাম দলের সদস্য ইভা চেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এখন আমাদের নতুন ধারণা দেখতে হবে। নিয়ন্ত্রণ এবং আইনি পন্থা দমনের চেয়ে ভালো কাজ করতে পারে।’ 

এই পদক্ষেপটিকে মাদক নীতির বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবেও ভাবা হচ্ছে। কারণ মার্কিন অঙ্গরাজ্যগুলোসহ ক্রমবর্ধমান হারে অনেক দেশই গাঁজা বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে। 

স্পেন, ইতালি এবং পর্তুগাল সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইতিমধ্যেই মাদকদ্রব্য রাখার অপরাধে কারাদণ্ড প্রদানের মতো নীতি থেকে সরে এসেছে। 

এক গবেষণায় দেখা গেছে—জুরিখ, বাসেল এবং জেনেভা সহ সুইজারল্যান্ডের ধনি শহরগুলো মাদক ব্যবহারের দিক দিয়ে শীর্ষ ইউরোপীয় শহরগুলোর মধ্যে রয়েছে। সুলভ মূল্যে পাওয়া যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বার্নেও মাদক ব্যবহারের প্রবণতা বেড়েছে। 

তবে এ ধরনের উদ্যোগের সমালোচকেরা স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলোকে সামনে আনছেন। তাঁদের মতে, বৈধতা মাদকের আসক্তি বাড়িয়ে দিতে পারে এবং এর ফলে হৃদ্‌রোগ, স্ট্রোক, বিষণ্নতা ও উদ্বেগ সহ গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হতে পারে। 

তবে পাইলট কর্মসূচির প্রবক্তাদের ভাষ্য হলো—মাদকের ব্যাপক ব্যবহারের বাস্তবতা স্বীকার করতে হবে।

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি