হোম > বিশ্ব > ইউরোপ

ফিলিস্তিনের স্বীকৃতি হামাসের জন্য উপহার নয়: বোরেল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসের জন্য উপহার নয়, বরং তার বিপরীত কিছু। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করা মানে হামাসকে শক্তিশালী করা নয় বরং এর পুরোপুরি বিপরীত। আমাদের লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি সমাজের সেই অংশটিকে শক্তিশালী করা, যাদের আমরা স্বীকৃতি দিই এবং যাদের সঙ্গে আমরা কাজ করি।’ 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার স্পেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখনই কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে তাকে ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হয়। 

এর আগে, গত ২২ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইউরোপের তিন দেশ—নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। দেশগুলোর নেতারা জানান, তাঁদের দেশ মধ্যপ্রাচ্যে শান্তির জন্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যা কার্যকর হবে আগামী ২৮ মে। 

সেদিন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্তোর আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের স্বার্থের জন্যই ভালো। এ সময় তিনি জানান, তাঁর দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ২৮ মে। তিনি বলেন, ‘যদি (ফিলিস্তিন রাষ্ট্রকে) স্বীকৃতি না দেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না।’ 

নরওয়ের ঘোষণার একটু পরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস এক সংবাদ সম্মেলনে জানান, তাঁর দেশও শিগগির ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, ‘আজ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ঘোষণা দিচ্ছে যে, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। এই দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে।’ এ সময় তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, অন্যান্য দেশও আমাদের পথ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’ 

এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সেদিন এক সংবাদ সম্মেলনে জানান, তাঁর দেশের মন্ত্রিপরিষদ আগামী ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সানচেজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছিলেন। 

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান ২০ মে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েল ও হামাসের পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে আবেদন জানিয়েছেন, তা নিয়েও কথা বলেন জোসেপ বোরেল। 

করিম খান বলেন, কিছু ইউরোপীয় দেশ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের ভয় দেখানোর চেষ্টা করছে। তাদের অবশ্যই এ ধরনের ‘হস্তক্ষেপ’ বন্ধ করতে হবে এবং আদালতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের