হোম > বিশ্ব > ইউরোপ

স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন

যুক্তরাষ্ট্রের ইন্টারনেট নজরদারি কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করা এডওয়ার্ড স্নোডেনকে নাগরিকত্ব প্রদান করেছে রাশিয়া। সোমবার (২৬ সেপ্টেম্বর) স্নোডেনের নাগরিকত্ব মঞ্জুর করে একটি ডিক্রিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মকর্তা ছিলেন স্নোডেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ২০১৩ সালে মার্কিন গোয়েন্দা কর্মসূচির গোপন নথি ফাঁসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবে এনএসএর নজরদারির তথ্য প্রকাশ পায়। নথি ফাঁসের পর স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এরপর দেশ ছেড়ে পালিয়ে গিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন তিনি। 

 ৯ বছর ধরে রাশিয়ায় বসবাস করছেন তিনি। ২০১৩ সালে স্নোডেনকে অস্থায়ী আশ্রয়ের মর্যাদা দিয়েছিল মস্কো। ২০২০ সালে তিনি স্থায়ী আবাসের সুযোগ পান এবং এর পরেই নাগরিকত্বের জন্য আবেদন করেন। 

স্নোডেনের নাগরিকত্ব মঞ্জুর হওয়ার পর তাঁর স্ত্রী লিন্ডসে মিলসও রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে জানা গেছে। তবে নাগরিকত্ব পাওয়া নিয়ে স্নোডেন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে স্নোডেনকে ফৌজদারি বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র তাঁকে হস্তান্তরের চেষ্টা চালায়। মার্কিন রাজনীতিকেরা স্নোডেনকে ‘বিশ্বাসঘাতক’ বলেন। 

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘মার্কিন গোপনীয়তা ফাঁস করা স্নোডেনের ভুল ছিল, কিন্তু তিনি বিশ্বাসঘাতক ছিলেন না।’ 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল