হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনে দুজনের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ

গত গ্রীষ্মের একাধিক বিক্ষোভে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বুধবার অন্তত দুজনকে অভিযুক্ত করেছেন সুইডিশ প্রসিকিউটররা। ওই বিক্ষোভগুলোতে মুসলিম ধর্মীয় পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে দ্য ন্যাশনাল পত্রিকাকে সিনিয়র প্রসিকিউটর আনা হ্যাঙ্কিও বলেছেন, অভিযুক্ত দুজন তাঁদের বিশ্বাসের কারণে মুসলমানদের প্রতি অবমাননা প্রকাশ করতে কোরআনের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। ২০২৩ সালে ঈদের দিন স্টকহোমে একটি কোরআন পোড়ানোর ঘটনার সঙ্গে অভিযুক্তরা যুক্ত ছিলেন। এই ঘটনাটি বিশ্বের মুসলিম দেশগুলোতে ক্ষোভের জন্ম দিয়েছিল।

হ্যাঙ্কিও আরও জানান, অভিযুক্ত সালওয়ান মোমিকা ও সালওয়ান নাজেম নামে দুই ইরাকি বংশোদ্ভূত অভিবাসীর কোরআন পোড়ানোর ঘটনার ভিডিও রেকর্ডও আছে।

এদিকে অভিযুক্ত নাজেম কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মার্ক সাফারইয়ান। সুইডেনের সংবিধানে তাঁর কর্মকাণ্ডের বৈধতা দেওয়া আছে বলেও মন্তব্য করেন সাফারইয়ান।

এ বিষয়ে মোমিকার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানা গেলেও ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন, ইসলাম ধর্মের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এবং পবিত্র কোরআন নিষিদ্ধের করার দাবিতে তিনি বিক্ষোভ করেছেন।

সুইডিশ অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে সুইডেনে বসবাসের অনুমতি চেয়েছেন মোমিকা। এ জন্য তাঁকে ইরাকে প্রত্যাবাসন করারও চেষ্টা হয়েছিল। কিন্তু ইরাকে ফিরে গেলে নির্যাতনের শিকার হতে পারে এমন ঝুঁকি বিবেচনায় প্রত্যাবাসন থেকে বিরত থাকা হয়।

সুইডিশ প্রসিকিউটর হ্যাঙ্কিও জানিয়েছেন, মোমিকা ও নাজেম যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তাতে তাঁদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার