হাজার হাজার মানুষ নেমে এসেছে ইউক্রেন সীমান্তের কারকিভ শহরের রাস্তায়। তারা ‘কারকিভ ইউক্রেনের’ এবং ‘রাশিয়ার আগ্রাসন বন্ধ করো’ ব্যানার নিয়ে রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ইউক্রেন সীমান্তের দ্বিতীয় বৃহত্তম শহর কারকিভের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে আসে এবং রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীরা জাতীয় সংগীত গেয়েছে এবং ইউক্রেনের পতাকাসহ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কিয়েভকে সমর্থনকারী ইউরোপীয় ইউনিয়নভুক্ত মিত্র দেশগুলোর পতাকা প্রদর্শন করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে কয়েক সপ্তাহ আগে ইউক্রেন সীমান্তে ঘাঁটি গেড়েছে কয়েক হাজার রাশিয়ান সৈন্য। এরপর পশ্চিমা দেশ ও মস্কোর মধ্যে সপ্তাহব্যাপী কূটনৈতিক আলোচনা হয়েছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
মস্কো ইউক্রেনে হামলার পরিকল্পনা অস্বীকার করেছে, তবে নিরাপত্তার গ্যারান্টি দাবি করেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সাধারণ জনতা বিক্ষোভে নেমে এসেছে রাস্তায়।
রাশিয়া সীমান্ত থেকে ৪২ কিলোমিটার দূরের একটি শিল্পনগরী কারকিভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কারকিভকে রাশিয়ার সম্ভাব্য লক্ষ্যবস্তু মনে করেন। তাঁর ধারণা, রাশিয়া এখানে আক্রমণ করতে পারে।