হোম > বিশ্ব > ইউরোপ

যদি শান্তি চান, তবে যুদ্ধের প্রস্তুতি নিন: লুকাশেঙ্কো

সহিংসতা না চাইলেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো দেশটির গ্রোডনো সফরে গিয়ে এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বেলারুশিয়ান টেলিগ্রাফ এজেন্সি। 

গ্রোডনোতে গণমাধ্যমের উদ্দেশে লুকাশেঙ্কো বলেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমি বিষয়টি অকপটেই বলছি। আপনি যদি শান্তি চান, যুদ্ধের জন্য প্রস্তুত হন।’ 

এ সময় লুকাশেঙ্কো জানান, বেলারুশ ইতিমধ্যেই সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন সামরিক গোষ্ঠীকে যুদ্ধ প্রশিক্ষণের পাশাপাশি অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সজ্জিত করতে শুরু করেছে। 

তিনি বলেন, ‘যদি কেউ শত্রু দেশ থেকে চিৎকার করে এবং আমাদের সমালোচনা করে তবে জেনে রাখুন, আমরা সঠিক কাজটি করছি। কেবল বিপর্যয়ের পরই কেউ সেখান থেকে আমাদের প্রশংসা করতে শুরু করবে।’ 

বেলারুশের প্রেসিডেন্ট এ সময় দাবি করেন, যুদ্ধের প্রস্তুতি নিলেও তাঁর দেশ এখনো অন্য কোনো দেশের জন্য হুমকি নয়। তিনি বলেন, ‘আমাদের কাউকে হুমকি দেওয়ার দরকার নেই। আমরা অন্য কারও জমি চাই না। ঈশ্বর এভাবেই আমাদের কবুল করুন।’ 

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতেও লুকাশেঙ্কো ব্যক্তিগতভাবে ঘোষণা করেছিলেন—রুশ বাহিনী ইউক্রেনে প্রবেশের জন্য ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে বেলারুশ। শুধু তাই নয়, ইউক্রেন যদি বেলারুশে আক্রমণ করে তবে তিনি যুদ্ধে যেতেও প্রস্তুত। 

ইতিপূর্বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশকে কিছু কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়েছিলেন। ওই ক্ষেপণাস্ত্রগুলোকে লুকাশেঙ্কো জাতীয় সম্পদ হিসাবে উল্লেখ করেছিলেন। তবে রাশিয়া বেলারুশে কী পরিমাণ অস্ত্র পাঠিয়েছে তা এখনো অজানা।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন