হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের ‘আঞ্চলিক অখণ্ডতা’ নিয়ে অন্য আলাপের সুযোগ নেই: জার্মান চ্যান্সেলর

ইউক্রেনের ‘আঞ্চলিক অখণ্ডতা’ ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আলাপ-আলোচনারই সুযোগ নেই। সোমবার ইউক্রেন সফররত জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানের এক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে। 

সংবাদ সম্মেলনে শলৎস বলেন, ‘ইউক্রেন সীমান্তে সামরিক কর্মকাণ্ড চালানোর কোনো উপযুক্ত কারণ নেই। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই। আমরা আশা করি, রাশিয়া এই সংকট সমাধানে পরিষ্কার পদক্ষেপ নেবে।’ 

ওলাফ শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপকালে রাশিয়ার ওপর অবরোধ এবং আক্রান্ত হলে করণীয় নিয়ে আলোচনা করেছেন বলেও জানান সংবাদ সম্মেলনে। 

ওই সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের নিরাপত্তাই ইউরোপের নিরাপত্তা।’ 

এ দিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সম্ভাব্য যুদ্ধ এড়াতেই সোমবার সকালে ইউক্রেন যান জার্মানির চ্যান্সেলর। শলৎসের এই সফরটিকে ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে—এমন বার্তা দিতেই কিয়েভ সফর করছেন তিনি। 

গত ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওলাফ শলৎস। দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেন সংকট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে বারবার আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য শুরু থেকেই এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন