রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে দনবাস যুদ্ধের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। এর ওপরই যুদ্ধের গতিপথ নির্ভর করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইউক্রেনীয় জনগণের উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে এ কথা বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দনবাসে লড়াই চালিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেলেনস্কি। দনবাস লড়াইয়ের ফলাফলই নির্ধারণ করবে আগামী সপ্তাহগুলোতে যুদ্ধে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।
জেলেনস্কি বলেছেন, ‘আগের মতোই সেভরোদনেৎস্ক এবং নিকটবর্তী শহর ও এলাকাগুলোতে তীব্র লড়াই চলছে। দুর্ভাগ্যবশত, বেদনাদায়ক ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। দনবাসে শক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহগুলোতে লড়াইয়ে কার আধিপত্য থাকবে, তা নির্ধারণের মূল চাবিকাঠি দনবাস।’
রাশিয়া এখন পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চাইছে আর তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এ নিয়ে অঞ্চলটিতে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
রুশ বাহিনী দনবাসে অনেকটাই অগ্রসর হয়েছে। তারা লুহানস্ক অঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। লুহানস্কের বৃহত্তম শহর সেভরোদনেৎস্ক শহরে তীব্র লড়াই চলছে।
সেভরোদনেৎস্ক শহর এবং লিসিচানস্ক নিয়ন্ত্রণে নিতে পারলে রুশ বাহিনী স্লোভিয়ানস্কে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সেখানে লড়াই চলছে এবং লড়াই চালিয়ে যেতে হবে আমাদের, তীব্র লড়াই করতে হবে।’