হোম > বিশ্ব > ইউরোপ

অস্ত্র খাতে অর্থলগ্নি বন্ধ করেছে সুইডিশ প্রতিষ্ঠান

নরওয়ের সবচেয়ে বড় পেনশন তহবিল ‘কেএলপি’ বিশ্বের নানা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে বা শেয়ার কেনে। কোম্পানিটির অর্থলগ্নির তালিকায় থাকা ১৪টি কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।

১৪টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ৬টি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ২টি করে এবং ইতালি, চীন, ইসরায়েল ও ভারতের ১টি করে প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হলো-রেথিয়ন টেকনোলজির করপোরেশন, জেনারেল ডাইনামিকস, এল ৩ হ্যারিস টেকনোলজিস, লাইডস হোল্ডিংস এবং লাইডস। রোলস রয়েস এবং ব্যাবকক ইন্টারন্যাশনাল গ্রুপ যুক্তরাজ্যের। দাসো অ্যাভিয়েশন এবং থ্যালস গ্রুপ ফরাসি। লিওনার্দো এসপিএ ইতালির, এলবিট সিস্টেমস ইসরায়েলের এবং লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড ভারতের। আর চীনা কোম্পানির নাম চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি। 

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে কেএলপি জানায়, তদন্তে এসব প্রতিষ্ঠান পারমাণবিক অস্ত্র, গুচ্ছ অস্ত্র এবং অ্যান্টি-পার্সোনাল মাইন অস্ত্র তৈরি বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই নৈতিক জায়গা থেকে এসব কোম্পানিতে অর্থ লগ্নি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেএলপি। 

রয়টার্সকে পাঠানো মেইলে কেএলপির তদন্ত দলের প্রধান কিরান আজিজ বলেন, ‘উড়োজাহাজ এবং জাহাজ তৈরিকারী কোম্পানিগুলোর ব্যাপারে আমরা আগের চেয়ে কঠোর হচ্ছি। কারণ এদের অনেকে পারমাণবিক অস্ত্র বানায়। আর এসব অস্ত্রের ব্যবহারে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়।’ 

নরওয়ের পেনশন তহবিলটির সম্পদের পরিমাণ নয় হাজার কোটি ডলার। কোম্পানিগুলোর সঙ্গে লেনদেন বন্ধের অর্থ হলো-ওই সব কোম্পানি থেকে কেনা ১১ কোটি ৭৫৯ লাখ ডলারের শেয়ার এবং ২ কোটি ডলারের বন্ড বিক্রি করে দিয়েছে কেএলপি। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট