হোম > বিশ্ব > ইউরোপ

রুশ টিভিতে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া সেই সাংবাদিক নিখোঁজ 

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত এক টেলিভিশনে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করা সাংবাদিক মেরিনা ওভস্যানিকোভা নিখোঁজ হয়েছেন। এমনটি দাবি করেছে ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টেলিভিশনে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করার পর মেরিনা ওভস্যানিকোভাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। 

ওভিডি-ইনফোর পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়,  চ্যানেল ওয়ানের কর্মচারী মারিয়া ওভস্যানিকোভা-এর বিরুদ্ধে একটি প্রাক-তদন্ত শুরু করা হয়েছিল। বার্তা সংস্থা টিএএসএস জানায়,  ভ্রেম্যা নামের একটি অনুষ্ঠান লাইভ সম্প্রচারের সময় যুদ্ধবিরোধী বার্তা দেন তিনি।  তিনি কোথায় আছেন তা এখনো অজানা।

 ওভিডি-ইনফো বিক্ষোভে বিরোধীদের আটকের ঘটনা পর্যবেক্ষণ করে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের নাম মেরিনা ওভস্যানিকোভা। তিনি চ্যানেল ওয়ানের একজন সম্পাদক। সন্ধ্যায় যখন একটি সংবাদ অনুষ্ঠান চলছিল, তখন মেরিনা ওভস্যানিকোভা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থাপিকার পেছনে দাঁড়িয়ে যান। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করবেন না, তারা এখানে আপনাদের মিথ্যা বলছে।’ 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার রাতে অন্য একটি লাইভ অনুষ্ঠানে এই সাংবাদিক বলেছেন, ইউক্রেনে রাশিয়া যা করছে সেটা ‘অপরাধ’। ক্রেমলিনের হয়ে তাঁকে যে প্রচারণায় অংশ নিতে হচ্ছে, এ জন্য তিনি লজ্জিত। 

মেরিনা ওভস্যানিকোভা বলেছেন, ‘আমি লজ্জিত যে আমি টেলিভিশনের পর্দায় মিথ্যা বলতে বাধ্য হচ্ছি। আমার খুবই লজ্জা হয় যে, আমরা রুশদের জম্বিতে পরিণত হতে দিয়েছি।’ 

 ওভস্যানিকোভাকে সমর্থন দেওয়া আইনজীবী পাভেল চিকভ টুইট বার্তায় বলেন,  ওভসায়ানিকোভা ১২ ঘণ্টার বেশি পুলিশ হেফাজতে ছিলেন। 

 ওভস্যানিকোভার আইনজীবীর বরাত দিয়ে ইউক্রেনের কূটনীতিক অলেক্সান্ডার শেরবা বলেন, তাঁকে কোনো থানায় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো গোপন জায়গায় রাখা হয়েছে ওভস্যানিকোভাকে।  

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল