হোম > বিশ্ব > ইউরোপ

১ হাজারেরও বেশি ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে: রাশিয়া

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলে ১ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১০২৬ জন সৈন্য আত্মসমর্পণ করেছে, যার মধ্যে ১৬২ জন অফিসার রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রদিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়ার সৈন্যরা যদি শিল্পাঞ্চল আজভস্টাল এলাকার নিয়ন্ত্রণ নিতে পারে তবে মারিউপোলের মধ্য দিয়ে ইউক্রেনের মূল ভূখণ্ডের সঙ্গে দোনবাসের স্থল যোগাযোগ পুনঃস্থাপিত হবে। একইসঙ্গে মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণও রাশিয়ার হাতেই থাকবে। যদি তাইই হয় তবে বিগত কয়েক সপ্তাহ ধরে চলমান যুদ্ধের মধ্যে মারিউপোলই হবে প্রথম শহর যা রুশ নিয়ন্ত্রণে আসবে।

ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, রাশিয়ার সৈন্যরা আজভস্টাল ও বন্দরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তাঁর কাছে আত্মসমর্পণের কোনো তথ্য নেই।

এদিকে, সোমবার ইউক্রেনের ৩৬ তম মেরিন ব্রিগেড জানিয়েছিল, তারা মারিউপোলে একটি চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিন্তু সেটা মৃত্যুরই নামান্তর। কারণ তাঁদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ফুরিয়ে গেছে। 

এদিকে, রাশিয়া কিয়েভের আশপাশ থেকে সৈন্য প্রত্যাহারের পর ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করলেও তাঁদের মূল লক্ষ্য দোনবাসকে এখনো করায়ত্ত করতে পারেনি। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল