হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন নিয়ে উত্তেজনার ভেতর বাইডেন-পুতিন ফোনালাপ আজ

ইউক্রেন ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার টেলিফোনে কথা বলবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে মার্কিন-রাশিয়া নিরাপত্তা আলোচনার আগে এই ফোনালাপ হবে। এক মাসেরও কম সময়ের মধ্যে বাইডেন ও পুতিন দ্বিতীয়বারের মতো ফোনে কথা বলবেন। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন জানিয়েছেন, বাইডেন বর্তমানে নতুন বছরের ছুটিতে তাঁর ডেলাওয়্যারের বাড়িতে রয়েছেন। সেখান থেকেই তিনি পুতিনের সঙ্গে আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। 

এক বিবৃতিতে এই মুখপাত্র বলেছেন, ‘বাইডেন প্রশাসন আমাদের ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের সঙ্গে ব্যাপক কূটনীতিতে নিযুক্ত রয়েছে। এ ছাড়া ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক গঠনের প্রতিক্রিয়ায় বাইডেন প্রশাসন পরামর্শ ও সমন্বয় করছে।’ 

পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেন সীমান্তে কয়েক হাজার সৈন্য জড়ো করেছে। তারা আশঙ্কা করছেন, ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের মতো মস্কো ইউক্রেনও দখল করে নিতে পারে। এই উত্তেজনা কমাতে বাইডেন ও পুতিনের মধ্যে আগামী বছরের ১০ জানুয়ারি জেনেভাতে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। 

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা