ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তাঁর ফ্যাসিবাদের প্রতি কোনো সহানুভূতি নেই। সহানুভূতি নেই কোনো ধরনের অগণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিও, নেই কোনো যোগাযোগও। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইতালির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে মেলোনি এই কথা বলেন।
ইতালির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে জর্জিয়া মেলোনি বলেন, ‘আমি কখনো ফ্যাসিবাদসহ কোনো ধরনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি টান অনুভব করিনি। এমনকি সামান্যতম কোনো ঘনিষ্ঠতাও নেই।’ মেলোনি আরও বলেন, ‘আমাদের সরকার গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এক ইঞ্চিও সরবে না এবং আমরা সব ধরনের বর্ণবাদ, সেমেটিক জাতিগোষ্ঠীর বিরোধিতা রাজনৈতিক সহিংসতা, বৈষম্যকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।’
জর্জিয়া মেলোনির দল ব্রাদার্স অব ইতালিয়া পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে কট্টর ডানপন্থী দল বলে পরিচিত। তিনি জোটও বেঁধেছেন দুই কট্টর ডানপন্থী দল মাতেও সালভিনির নেতৃত্বাধীন লীগ পার্টি এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির মিডিয়া মোগল খ্যাত সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়া পার্টির সঙ্গে।
এর আগে, গত শনিবার ইতালির ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জর্জিয়া মেলোনি। মেলোনিকে শপথবাক্য পাঠ করান ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। শপথ অনুষ্ঠানে মেলোনি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তাঁর সঙ্গে মন্ত্রী সভার বাকি ২৪ সদস্যও একই প্রতিশ্রুতি পাঠ করেন। উল্লেখ্য, মেলোনির মন্ত্রিসভার ২৪ সদস্যের মধ্যে ৬ নারী।