হোম > বিশ্ব > ইউরোপ

ফ্যাসিবাদের প্রতি কোনো সহানুভূতি নেই: ইতালির প্রধানমন্ত্রী

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তাঁর ফ্যাসিবাদের প্রতি কোনো সহানুভূতি নেই। সহানুভূতি নেই কোনো ধরনের অগণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতিও, নেই কোনো যোগাযোগও। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইতালির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে মেলোনি এই কথা বলেন।

ইতালির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে জর্জিয়া মেলোনি বলেন, ‘আমি কখনো ফ্যাসিবাদসহ কোনো ধরনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি টান অনুভব করিনি। এমনকি সামান্যতম কোনো ঘনিষ্ঠতাও নেই।’ মেলোনি আরও বলেন, ‘আমাদের সরকার গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এক ইঞ্চিও সরবে না এবং আমরা সব ধরনের বর্ণবাদ, সেমেটিক জাতিগোষ্ঠীর বিরোধিতা রাজনৈতিক সহিংসতা, বৈষম্যকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।’

জর্জিয়া মেলোনির দল ব্রাদার্স অব ইতালিয়া পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে কট্টর ডানপন্থী দল বলে পরিচিত। তিনি জোটও বেঁধেছেন দুই কট্টর ডানপন্থী দল মাতেও সালভিনির নেতৃত্বাধীন লীগ পার্টি এবং ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির মিডিয়া মোগল খ্যাত সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়া পার্টির সঙ্গে।

এর আগে, গত শনিবার ইতালির ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জর্জিয়া মেলোনি। মেলোনিকে শপথবাক্য পাঠ করান ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। শপথ অনুষ্ঠানে মেলোনি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। তাঁর সঙ্গে মন্ত্রী সভার বাকি ২৪ সদস্যও একই প্রতিশ্রুতি পাঠ করেন। উল্লেখ্য, মেলোনির মন্ত্রিসভার ২৪ সদস্যের মধ্যে ৬ নারী। 

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি