হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনীয় আইনপ্রণেতার থেকে পতাকা কেড়ে নিলেন রুশ প্রতিনিধি, ভিডিও ভাইরাল

এক রুশ প্রতিনিধি ইউক্রেনীয় আইনপ্রণেতার থেকে তাঁর দেশের পতাকা কেড়ে নেন। এরপর ইউক্রেনীয় আইনপ্রণেতা ও রুশ জনপ্রতিনিধির ওপর চড়াও হন। একটি আন্তর্জাতিক কনফারেন্সে দুজনের মধ্য এই নাটকীয় কাণ্ড ঘটেছে। 

আজ সোমবার সকালে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ব্ল্যাক সি ইকোনমিক কমিউনিটির ৬১ তম অধিবেশনে এ ঘটনা ঘটে। 

ওই ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনীয় আইনপ্রণেতা ওলেকসান্দর মারিকোভস্কি তাঁর দেশের পতাকা উঁচু করে ধরছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া এক রুশ প্রতিনিধি ওই পতাকা ছিনিয়ে নিয়ে যেতে থাকেন। ওই রুশ প্রতিনিধির পরিচয় জানা যায়নি। তখন মারিকোভস্কি পেছন থেকে তাঁর ওপর চড়াও হন ও পতাকা নিয়ে নেন। পরে অন্যরা এসে মারিকোভস্কিকে নিবৃত্ত করেন। 

মারিকোভস্কি ফেসবুকে ওই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পতাকার দিকে হাত বাড়াতে এসো না।’ ওই স্থানে থাকা অন্যরা এ ঘটনার ভিডিও ধারণ করেন। 

ইউক্রেন পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর পর থেকেই যুদ্ধরত দেশ দুটির মধ্য নয়া উত্তেজনা শুরু হয়েছে। যদিও কিয়েভ এ অভিযোগ অস্বীকার করেছে। 

ব্ল্যাক সি ইকোনমিক কমিউনিটি ৩০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। রাশিয়া ও ইউক্রেন এই সংস্থার সদস্য। সংস্থাটি কৃষ্ণসাগর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করে।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল