চলমান সংকট নিরসনে কিছু বিষয়ে চুক্তি করতে ইউক্রেন ও রাশিয়া কাছাকাছি অবস্থানে এসেছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। আজ রোববার স্থানীয় পত্রিকা হুরিয়েত ডেইলিকে তিনি এ কথা জানিয়েছেন বলে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। হুরিয়েত ডেইলির বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছেন কানাডীয় গণমাধ্যম ন্যাশনাল পোস্ট।
মেভলুত কাভুসোগলু বলেন, ‘দুই দেশ চুক্তির ব্যাপারে যত দূর এগিয়েছে, সেখান থেকে কেউ যদি এক ধাপ পিছিয়ে না আসে, তবে খুব শিগগিরই ‘‘যুদ্ধবিরতি’’ হবে।’
এর আগে গত ১০ মার্চ শান্তি আলোচনার উদ্দেশ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চতুর্থ দফার বৈঠকটি তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে মেভলুত কাভুসোগলু মধ্যস্থতা করেছিলেন।
তুরস্কের আন্তালিয়ায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, আজকের বৈঠকের মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে বলে তিনি আশা করছেন।
ওই বৈঠকের ১০ দিন পর যুদ্ধবিরতি প্রসঙ্গে আবার কথা বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ প্রায় এক মাসের কাছাকাছি সময়ে গড়িয়েছে। আজও মারিউপোল শহরে হামলা করেছে রুশ বাহিনী। প্রতিদিনই হতাহতের খবর আসছে। যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই।