হোম > বিশ্ব > ইউরোপ

চেক প্রজাতন্ত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণে একজন নিহত

চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রাভাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, খননকাজের সময় এক ব্যক্তি বোমাটি কাটার সময় সেটি বিস্ফোরিত হয়। 

টুইটারে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মৃত ব্যক্তি বোমটিকে নর্দমার পাইপ ভেবে কাটতে গেলে সেটি বিস্ফোরিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত ব্যক্তির বয়স ৪৯। আর আহত ব্যক্তির বয়স ৩১। তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন।

বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৫০ জনকে সরিয়ে নিয়েছে। 

পুলিশের মুখপাত্র ইভা মিচালিকোভা এএফপিকে বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি এটি বিমান থেকে ফেলা একটি বোমা ছিল।’

উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ ও বোমা প্রায়ই পাওয়া যায়।

গত বছর অবিস্ফোরিত বোমার কারণে চেক প্রজাতন্ত্রের পুলিশ তিনবার শতাধিক লোককে সরিয়ে নিয়েছিল। 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন