হোম > বিশ্ব > ইউরোপ

ইসরায়েলিদের খোঁজে রাশিয়ার বিমানবন্দরে বিক্ষুব্ধ জনতার হামলা

রাশিয়ার মুসলিম-অধ্যুষিত ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তান বিমানবন্দরে গতকাল রোববার ইসরায়েল থেকে একটি ফ্লাইট আসার গুজব ছড়িয়ে পড়ে। এতে ইহুদিদের সন্ধানে বিক্ষুব্ধ জনতা বিমানবন্দরে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে। 

এ সময় ২০ জন আহত হয়েছেন। আহতদের ২০ জনের মধ্যে ১০ জন পুলিশ ও ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মুসলিম-অধ্যুষিত এই অঞ্চলে হামাস-ইসরায়েল যুদ্ধের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

রাশিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট জানিয়েছে, তেল আভিভ থেকে একটি বিমান এসেছিল। প্রচুর মানুষ ইহুদি-বিরোধী স্লোগান দিয়ে বিমানের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক মাধ্যমে আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু মানুষ ফিলিস্তিনি পতাকা নাড়ছেন। 

ভিডিওতে আরও দেখা গেছে, কিছু মানুষ টার্মিনালের দরজা ভেঙে রানওয়ে পর্যন্ত চলে যান। অন্যরা যে সব গাড়ি বিমানবন্দর থেকে বেরোচ্ছিল, সেগুলি চেক করতে শুরু করেন। 

প্রচুর মানুষ বিমানবন্দরে ঢুকে যান। বিমানবন্দরটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিমানগুলোকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। পরে সরকারিভাবে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আইনরক্ষকেরা তাদের কাজ শুরু করে দিয়েছেন। 

ভিডিওতে একজন বিক্ষোভকারীকে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে। সেখানে লেখা ছিল, ‘দাগেস্তানে শিশু হত্যাকারীদের কোনো স্থান নেই।’ 

এদিকে ফ্লাইট রাডার ওয়েবসাইট জানায়, তেল আবিব থেকে একটি রেড উইংস ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মাখাচকালায় অবতরণ করবে। 

তবে স্বাধীন রাশিয়ান মিডিয়া আউটলেট সোটা জানায়, এটি একটি ট্রানজিট ফ্লাইট ছিল। দুই ঘণ্টা পর মস্কোর উদ্দেশে যাত্রা করে। 

এই ঘটনার পরেই রাশিয়ার কর্তৃপক্ষের কাছে ইসরায়েল আবেদন জানিয়ে বলেছে, তারা যেন ইসরায়েলি ও ইহুদিদের নিরাপদে রাখার জন্য ব্যবস্থা নেন। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের আশা দাঙ্গাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে রাশিয়া কড়া ব্যবস্থা নেবে। দাগেস্তানের গভর্নরও এই ঘটনার জন্য দায়ীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ