রুশ সেনাদের নিয়ে ‘ভুল খবর’ ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে বিল পাস করেছিল রাশিয়ার সংসদ। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিলে স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্টের স্বাক্ষরের সঙ্গে সঙ্গে তা আইনে পরিণত হয়েছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইনে বলা হয়, সামরিক বাহিনী সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হলে জেল-জরিমানা হতে পারে। মিথ্যা তথ্যের কারণে গুরুতর পরিণতি হলে কঠোর শাস্তি পেতে হবে।
এছাড়া পুতিন আরেকটি বিলে স্বাক্ষর করেছেন, যা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বানের জন্য জরিমানা বা জেলের শর্তাদি অনুমোদন করবে।
ক্রেমলিন ইউক্রেনে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ যাকে ‘আক্রমণ’ বা ‘যুদ্ধ’ বলে বর্ণনা করার পরে সাম্প্রতিক দিনগুলিতে বেশ কয়েকটি স্বাধীন রাশিয়ান মিডিয়ার কার্যালয় বন্ধ করতে বাধ্য হয়েছে।