হোম > বিশ্ব > ইউরোপ

খেরসনকে রাশিয়ার ভূখণ্ড করতে গণভোটের কথা ভাবছে ইউক্রেন

ইউক্রেনের শহর খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গণভোটের আয়োজন করা হতে পারে। রাশিয়ার সেনাবাহিনী কর্তৃক খেরসনে প্রতিষ্ঠিত বেসামরিক প্রশাসন এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়েছে রাশিয়া বলে দাবি দেশটির। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়া কেবল খেরসনে রাশিয়াপন্থী নেতৃত্ব চাপিয়ে দিতে সফল হয়েছে। তবে রাশিয়া ইউক্রেনে তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খেরসনে রাশিয়ার চাপিয়ে দেওয়া সামরিক-বেসামরিক প্রশাসন ঘোষণা করেছে যে তারা গণভোটের মাধ্যমে অঞ্চলটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চালাবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সেখানে (খেরসনে) যদি কোনো ধরনের গণভোটের আয়োজন করা হয়, তবে রাশিয়া ‘প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেন ছাড়ার পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে’ জন্য ফলাফলকে বদলে দেবে।

এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ আগস্টের মাঝামাঝি সময়ে একটি টার্নিং পয়েন্টে পৌঁছাতে পারে এবং সম্ভবত চলতি বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, ‘যুদ্ধ আগস্টের শেষার্ধ নাগাদ টার্নিং পয়েন্টে পৌঁছাবে এবং অধিকাংশ সক্রিয় যুদ্ধই এ বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে। এর ফলে আমরা দনবাস, ক্রিমিয়াসহ আমাদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলোকে আমাদের শক্তি নতুন করে পুনর্বহাল করব।’

কিরিলো বুদানভ দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া হেরে গেলে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটবে, যার প্রস্তুতি এরই মধ্যে চলছে বলেও দাবি করেছেন তিনি। 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল