হোম > বিশ্ব > ইউরোপ

বিয়ের পর শুভেচ্ছায় ভাসছেন মালালা

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কথা গতকাল মঙ্গলবার রাতে টুইটারে জানানোর পর শুভেচ্ছায় ভাসছেন পাকিস্তানের এই নারীশিক্ষা অধিকারকর্মী।

গতকাল মঙ্গলবার টুইট বার্তায় মালালা বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন। আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই।’

এই টুইটে পর রিটুইট করে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইট বার্তায় তিনি বলেন, অভিনন্দন, মালালা এবং আসার! সোফি এবং আমি আশা করি আপনি আপনার বিশেষ দিনটি উপভোগ করেছেন।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকও মালালাকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি টুইট বার্তায় তিনি বলেন, আপনাকে এবং আসারকে অভিনন্দন! নতুন জীবন শুরু করার জন্য আপনাদের শুভেচ্ছা জানাই। 

মালালার বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তিনি টুইট বার্তায় বলেন, অভিনন্দন ও মাশাল্লাহ।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটনও মালালাকে বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন। 

তবে মালালার বিয়েতে বিস্ময় প্রকাশ করেছেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। একটি টুইট বার্তায় তিনি বলেন, আমি ভেবেছিলাম অক্সফোর্ডে লেখাপড়ার জন্য গিয়ে একজন ইংরেজ সুদর্শন প্রগতিশীল ব্যক্তিকে বিয়ে করবেন মালালা। আর ৩০ বছর পর বিয়ের কথা ভাববেন। কিন্তু...

মালালা ইউসুফ জাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইও মেয়েকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট বার্তায় তিনি বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ।

নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে ১৫ বছর বয়সে তালেবানের হামলার শিকার হন মালালা। তখন তিনি ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। ওই সময় চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এরপর থেকে যুক্তরাজ্য বসবাস করছেন মালালা। 

গত জুলাইতে বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মালালা। ভোগ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে মালালা বলেন, মানুষের কেন বিয়ে করতে হবে তা আমি এখনো বুঝি না। 

মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় পশতুন জাতিগোষ্ঠীর এক সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে। 

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক