হোম > বিশ্ব > ইউরোপ

ক্রিমিয়ায় সেতুতে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে

রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার সংযোগ সেতুতে বিস্ফোরণের ফলে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার তদন্তকারীরা স্থানীয় সময় আজ শনিবার এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে যে গাড়িটি বিস্ফোরিত হয়েছে সেটির মালিককেও শনাক্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিজম কমিটি জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকাল ৬টার দিকে একটি মালবাহী ট্রাকে বিস্ফোরণ ঘটে এবং এর ফলে ক্রিমিয়ার দিকে যাওয়া একটি ট্রেনের সাতটি জ্বালানি ট্যাংকার ওয়াগনে আগুন ধরে যায়।

বিস্ফোরণের বিষয়টি তদন্ত করতে গিয়ে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’ নিহত ব্যক্তিদের পরিচয়ের বিষয়ে তদন্ত কমিটি বলেছে, ‘ধারণা করা হচ্ছে, নিহতরা বিস্ফোরণের সময় ট্রাকটির কাছে থাকা একটি প্রাইভেট কারের যাত্রী।’

এক বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে একজনকে নারী এবং একজনকে পুরুষ হিসেবে শনাক্ত করা হয়েছে। বিস্ফোরণের পর তাঁরা সেতু থেকে পানিতে পড়ে গিয়েছিলেন। তৃতীয় মৃতদেহের বিষয়ে এখনো তথ্য জানা যায়নি।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় এবং ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি রাশিয়ার পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নেয়। বর্তমানে সেতুটি রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, সড়ক সেতুর একটি দিক এখনো অক্ষত রয়েছে। তবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, আগুন ইতিমধ্যে নিভিয়ে ফেলা হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার