হোম > বিশ্ব > ইউরোপ

সামান্য এই কার্ডটি ৭১ বছর ধরে সংরক্ষণের রহস্য কি

সামান্যতম উপকারও কৃতজ্ঞতাযোগ্য। এই কৃতজ্ঞতা প্রকাশ উপকারী পক্ষের জন্যও পরম আনন্দের। লন্ডন পুলিশের দেওয়া ছোট্ট একটি কার্ড ৭১ বছর ধরে সংরক্ষণে রেখে এমনই উপলক্ষের সৃষ্টি করেছেন এক দম্পতি।

সম্প্রতি লন্ডন পুলিশ বিভাগের মেইলে একটি হাতে লেখা চিঠি আসে। চিঠিতে লেখা—১৯৫০ সাল; আমার স্ত্রী এবং আমি আপনার শহরে দুপুরের খাবারের জন্য থামলাম। চলে যাওয়ার সময় গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপারের নিচে ছোট্ট এই লাল কার্ডটি পাই। ১৭ বছর বয়সী তরুণ দম্পতি হিসেবে কার্ডটি আমাদের পথচলায় অনেক উপকারে এসেছে। আমার স্ত্রী তখন থেকে এই কার্ডটি মানিব্যাগে রেখে আসছিলেন। আমরা প্রায়ই আপনাদের এই সহায়তা নিয়ে কথা বলতাম। সম্প্রতি আমি আমার স্ত্রীকে হারিয়েছি এবং কার্ডটি আপনাদের ফেরত দিতে চাই। আপনাদের এই সহায়তাটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল।

এই মেইল পেয়ে লন্ডন পুলিশ বিভাগে বইছে আনন্দের ঢেউ। লন্ডন পুলিশ প্রধান ড্যারেল কিলবার্ন ফেসবুকে লিখেছেন—ছোট ছোট দয়া সদা লন্ডনের সংস্কৃতির অংশ। কিলবার্ন লিখেন, 'চিঠিটি নিশ্চিতভাবেই চোখে জল এনে দেওয়ার মতো। ৭১ বছর তাঁরা কার্ডটি সংরক্ষণ করেছে জেনে আমি শুধু ভেবেছি এই আবেগ কতটা শক্তিশালী।' চিঠিদাতাকে হৃদয়গ্রাহী এবং অত্যন্ত আশীর্বাদপ্রাপ্ত মানুষ বলে উল্লেখ করেন কিলবার্ন।

প্রসঙ্গত, পুলিশের পক্ষ থেকে সড়কে চলাচলের নির্দেশনামূলক এই কার্ডগুলো এখন আর দেওয়া হয় না।

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া