পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে ৮ জন নিহত হয়েছেন। গতকাল রোববার মস্কো বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, দোনেৎস্কের লাইমান শহরে রুশ বাহিনীর গোলাগুলিতে চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে একজন পরে মারা গেছেন।
অন্য একজন গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভ এবং এর আশপাশে আবাসিক এলাকায় মস্কো বাহিনীর গোলাবর্ষণে আরও তিনজন নিহত হয়েছেন।
এএফপি জানিয়েছে, ইউক্রেনের লাইমান শহরটি এর লাল ইটের কারণে ‘লাল শহর’ হিসেবে পরিচিত। এ শহরটি ইউক্রেনের একটি পরিত্যক্ত রেলওয়ে হাব। রুশ বাহিনী এ শহর দখলে নেওয়ার চেষ্টা করছে।
গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী এ অঞ্চলের ভেতরের দিকে কয়েক কিলোমিটার অগ্রসর হয়েছে। ইউক্রেনের সেনারা খারকিভ থেকে সরে দূরবর্তী স্থানে অবস্থান নিয়েছে।
সম্প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘পূর্ব ইউক্রেনের দনবাসে পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে অধিকতর খারাপ হচ্ছে। এ অঞ্চল দখলের জন্য রুশ বাহিনী মরিয়া হয়ে উঠেছে।’
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ সেনারা ইউক্রেনে অভিযান চালাচ্ছে। দুই মাস পেরিয়ে গেলেও দুই দেশের মধ্যে এখনো শান্তিচুক্তি হয়নি।