ইউক্রেন যুদ্ধ ও বিশ্বজুড়ে অন্যান্য সংঘাতের কথা উল্লেখ করে পোপ ফ্রান্সিস মানুষের সম্পদ ও ক্ষমতার ক্ষুধার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘আমরা কত যুদ্ধ দেখছি। এর ভুক্তভোগী মূলত দুর্বল ও অসহায় মানুষ।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, পবিত্র বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘সবচেয়ে বেশি যুদ্ধ, দারিদ্র্য ও অবিচারের শিকার হচ্ছে আমাদের শিশুরা।’
৮৬ বছর বয়সী ধর্মগুরু পোপ ফ্রান্সিস হুইলচেয়ারে করে গির্জায় প্রবেশ করেন। এরপর উপাসকদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, ‘মানুষের সম্পদ অর্জন ও ক্ষমতার ক্ষুধা তার মা-বোন-আত্মীয়-স্বজন এমনকি প্রতিবেশীকেও গ্রাস করে ফেলে।’
বিবিসি বলেছে, আজ রোববার পোপ ফ্রান্সিস সেন্ট পিটার ব্যাসিলিকার ব্যালকনি থেকে সারা বিশ্বের ক্যাথলিকদের আশীর্বাদ ও বার্তা পাঠাবেন।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরু করলে পোপ ফ্রান্সিস রাশিয়াকে দোষারোপ না করে সতর্ক করেছিলেন। এ জন্য তিনি ইউক্রেনের জনগণের কাছে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। তবে গত জুনে তিনি রুশ বাহিনীর নৃশংসতার নিন্দা করেছিলেন।
এরপর গত অক্টোবরেও আর্জেন্টাইন ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।