হোম > বিশ্ব > ইউরোপ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট রাশিয়া, ক্ষুব্ধ ইউক্রেন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হয়েছে রাশিয়া। নিয়ম অনুযায়ী চলতি এপ্রিল মাসে এ দায়িত্ব সামলাবে দেশটি। রাশিয়া যেন দায়িত্ব না পায় সে জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি ইউক্রেন আহ্বান জানালেও কাজে আসেনি তা।

রাশিয়ার দায়িত্ব পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টিকে ‘অযৌক্তিক’ বলছেন তিনি। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে এপ্রিল ফুলের সবচেয়ে ‘বাজে তামাশা’ বলে মন্তব্য করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘১ এপ্রিল রাশিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়া সবচেয়ে বাজে তামাশা। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে একধরনের চপেটাঘাত।’ তিনি আরও লিখেছেন, ‘রাশিয়া নিরাপত্তা পরিষদের নেতৃত্বে থাকলে বিশ্ব কখনোই নিরাপদ হবে না।’

বিবিসির প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে। এর আগে রাশিয়া এ দায়িত্ব পেয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ঠিক ওই মাসেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। মস্কোর দায়িত্ব পাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, একজন স্থায়ী সদস্যকে প্রেসিডেন্ট হওয়া থেকে আটকানো যায় না।

বর্তমানে এমন একটি দেশ জাতিসংঘের মূল দায়িত্ব সামলাবে, যার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সমালোচকদের প্রশ্ন, যে দেশের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, সেই দেশ কীভাবে জাতিসংঘের অন্যতম শক্তিশালী পরিষদের দায়িত্ব নিতে পারে।

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা