রুশ বাহিনীর আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না গণমাধ্যমকর্মীরাও। রুশ বাহিনীর হামলায় সুইস এক ফটোসাংবাদিক আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনে রোববার ‘প্রেস’ লেখা গাড়িতে চড়ে যাচ্ছিলেন এক সুইস ফটোসাংবাদিক। রাশিয়ান বাহিনী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
রিপোর্টার্স উইদাউট বর্ডার (আরএসএফ) এক টুইট বার্তায় বলেছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। হামলায় সাংবাদিকদের টার্গেট করা যুদ্ধাপরাধ।
ইউক্রেনে যুদ্ধের সংবাদের কাজে নিয়োজিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে আরএসএফ বলেছে, ‘আমরা বর্তমানে মাঠে থাকা সাংবাদিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি।’
এদিকে রাশিয়ার হামলার পর ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি রোববার এমনটি জানিয়েছেন।