হোম > বিশ্ব > ইউরোপ

ধ্বংসস্তূপের নিচ থেকে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাচ্ছেন মানুষ

বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের আকুতি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। জরুরি সেবা নম্বরে এত বেশি সাহায্যের আবেদন আসছে যে পুরো ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ–পূর্বাঞ্চলীয় প্রদেশ আদিয়ামানের এক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে টুইটারে ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি তাঁর অবস্থান জানিয়েছেন। 

ওই ব্যক্তি ভিডিওতে সবার দোয়া চেয়ে বলেছেন, ‘আমি এখান থেকে বের হতে পারছি না। আমাকে সাহায্য করুন।’

আঙ্কাতিয়া রাজ্যের এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। শোয়ার ঘর থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মোবাইল ফোনে চিৎকার করে মায়ের খোঁজ করছেন। তিনি জানতে চাচ্ছেন তাঁর মা বেঁচে আছেন কি না। মা তাঁর পাশেরই ঘরেই ঘুমিয়ে ছিলেন। 

বিভিন্ন ভবনের নিচে আটকে পড়া বহু মানুষ তাঁদের ভয়ংকর অবস্থার বর্ণনা দিয়ে টুইট করেছেন। তাঁরা আকুল হয়ে সাহায্যের আবেদন করছেন।

পুলিশ জানিয়েছে, তাদের সাইবার বাহিনী এসব ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সেসব মানুষের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। শনাক্ত করার সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল