হোম > বিশ্ব > ইউরোপ

ধ্বংসস্তূপের নিচ থেকে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাচ্ছেন মানুষ

বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের আকুতি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। জরুরি সেবা নম্বরে এত বেশি সাহায্যের আবেদন আসছে যে পুরো ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ–পূর্বাঞ্চলীয় প্রদেশ আদিয়ামানের এক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে টুইটারে ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি তাঁর অবস্থান জানিয়েছেন। 

ওই ব্যক্তি ভিডিওতে সবার দোয়া চেয়ে বলেছেন, ‘আমি এখান থেকে বের হতে পারছি না। আমাকে সাহায্য করুন।’

আঙ্কাতিয়া রাজ্যের এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। শোয়ার ঘর থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মোবাইল ফোনে চিৎকার করে মায়ের খোঁজ করছেন। তিনি জানতে চাচ্ছেন তাঁর মা বেঁচে আছেন কি না। মা তাঁর পাশেরই ঘরেই ঘুমিয়ে ছিলেন। 

বিভিন্ন ভবনের নিচে আটকে পড়া বহু মানুষ তাঁদের ভয়ংকর অবস্থার বর্ণনা দিয়ে টুইট করেছেন। তাঁরা আকুল হয়ে সাহায্যের আবেদন করছেন।

পুলিশ জানিয়েছে, তাদের সাইবার বাহিনী এসব ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সেসব মানুষের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। শনাক্ত করার সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ