হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন সংকট সমাধানে একযোগে কাজ করবেন পুতিন-মাখোঁ

ইউক্রেন সংকট সমাধানে ও পূর্ব ইউরোপে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে অস্ত্রবিরতির লক্ষ্যে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর টেলিফোনে আলাপকালে দুই নেতা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

১ ঘণ্টা ৪৫ মিনিটব্যাপী ওই টেলিফোন আলাপকালে তাঁরা চলমান সংকট নিরসনে ‘কূটনৈতিক প্রচেষ্টার দিকে জোর দেওয়া প্রয়োজন’ বলে ঐকমত্যে পৌঁছেছেন দুই নেতা। এ ছাড়া, এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়া ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় এই বিষয়ে বৈঠকে বসবেন। 

এ দিকে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট ইউক্রেন সংকট সমাধানে ‘যে কোনো সময়’ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ পোষণ করেছেন। তবে, রাশিয়ার কোনো প্রতিবেশী দেশের ওপর হামলার ব্যাপারে সতর্কও করেছেন ওই কর্মকর্তা। 

সিএনএনের এক টক শো-তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘সব আলামত থেকে দেখা যাচ্ছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা একটি আক্রমণের দ্বারপ্রান্তে রয়েছি। তবে যতক্ষণ না ট্যাংকের চাকাগুলো ঘুরতে আরম্ভ করছে, যুদ্ধ বিমানগুলো আকাশে না উড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিটি সুযোগ ব্যবহার করব। প্রতি মিনিটে আমাদের দেখতে হবে যে কূটনৈতিক তৎপরতা পুতিনকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে পারে কিনা।’

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি