হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের ক্ষেপণাস্ত্রেই ডুবেছিল ‘মস্কোভা’—ভুলে স্বীকার করে ফেলল রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ডুবে যাওয়ার মুহূর্তে রুশ যুদ্ধজাহাজ মস্কোভা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে অস্বীকার করার পর অবশেষে ভুলবশত রাশিয়া স্বীকার করেছে—ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলাতেই কৃষ্ণসাগরে ডুবে গিয়েছিল তাদের বহুল আলোচিত যুদ্ধজাহাজ ‘মস্কোভা’। তবে এই স্বীকারোক্তি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলা হয় এবং আবারও আগের সরকারি বক্তব্যে ফিরে যায় মস্কো।

সোমবার (২৬ জানুয়ারি) সিএনএন জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর মাত্র সাত সপ্তাহের মাথায় কৃষ্ণসাগরীয় নৌবহরের প্রধান গাইডেড মিসাইল ক্রুজার ‘মস্কোভা’ ডুবে যায়। সে সময় ইউক্রেন দাবি করেছিল, তাদের ‘নেপচুন’ অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের আঘাতেই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাবরই বলেছে, জাহাজে অগ্নিকাণ্ডের পর গোলাবারুদ বিস্ফোরিত হয়ে সেটি ডুবে যায়। এটি ছিল একটি ‘দুর্ঘটনা’।

সম্প্রতি মস্কোর একটি সামরিক আদালতের এক বিবৃতিতে অনিচ্ছাকৃতভাবে এই সরকারি বয়ান সংশোধিত হয়। স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা জানিয়েছে, আদালত এক ইউক্রেনীয় নৌ-কমান্ডারের অনুপস্থিতিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা দেন। ওই কমান্ডার ‘মস্কোভা’ ও আরেকটি রুশ জাহাজে হামলার নির্দেশ দিয়েছিলেন। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘মস্কোভা’ যুদ্ধজাহাজে আগুন ধরে এবং সেটিই জাহাজ ডোবার কারণ হয়।

এই বিবৃতি দ্রুত আদালতের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হলেও, এর আগেই মিডিয়াজোনা সেটির কপি সংগ্রহ করে। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় জাহাজটির অন্তত ২০ জন নাবিক নিহত হন, ২৪ জন আহত হন এবং আটজন নিখোঁজ হন—যাদের মৃত্যুর কথা রুশ সামরিক বাহিনী কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

রাশিয়ার জন্য ‘মস্কোভা’র ডুবে যাওয়া ছিল যুদ্ধের অন্যতম লজ্জাজনক মুহূর্ত এবং ইউক্রেনের বড় সামরিক সাফল্য। ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক বলেন, নাবিকদের পরিবার প্রকাশ্যে কথা বলতে শুরু করায় সত্য গোপন করা রাশিয়ার পক্ষে দিন দিন কঠিন হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, আদালতের এই বক্তব্য মুছে ফেলা রাশিয়ার তথ্যনিয়ন্ত্রণ ও প্রচারণা ব্যবস্থার আরেকটি ব্যর্থতার উদাহরণ। ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সরকার যে কঠোরভাবে বয়ান নিয়ন্ত্রণ করছে, এই ঘটনা তারই একটি স্পষ্ট প্রতিচ্ছবি।

বিদেশে সমালোচকদের শায়েস্তা করতে ইন্টারপোলের ‘ওয়ান্টেড লিস্ট’ ব্যবহার করছে রাশিয়া

ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির নথি ‘শতভাগ প্রস্তুত’, স্বাক্ষরের অপেক্ষা

সন্দেহভাজন রুশ ট্যাংকারের ভারতীয় ক্যাপ্টেনকে আটক করল ফ্রান্স

আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়—সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ঘোষণা মাখোঁর

বিদায়, স্যার মার্ক টালি—যাঁর কণ্ঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জেনেছিল বিশ্ব

সিদ্ধান্ত ছাড়াই শেষ মার্কিন মধ্যস্থতার প্রথম রাশিয়া–ইউক্রেন সরাসরি আলোচনা

আফগানিস্তানে সম্মুখযুদ্ধে ছিল না ন্যাটো সেনারা—ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা স্টারমারের

যুক্তরাজ্যের হুমকিই সার, ইংলিশ চ্যানেলে কয়েক ডজন নিষিদ্ধ রুশ তেলের জাহাজ

ইউক্রেন যুদ্ধ বন্ধের মূল ইস্যু ‘ভূখণ্ড’, ‘বিভক্ত-দুর্বল’ ইউরোপকে দুষলেন জেলেনস্কি

প্রথমবার বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন