হোম > বিশ্ব > ইউরোপ

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের ৫৭ তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে তাঁর বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। রাজা চার্লস ঋষি সুনাককে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল সোমবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হন ঋষি সুনাক। এর মধ্য দিয়ে তাঁর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়। এর আগে, ব্যর্থতার দায় মাথায় নিয়ে মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 

৪২ বছরের ঋষি সুনাক বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তাঁর আগে লিজ ট্রাস মাত্র ৪৩ বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেছিলেন। তবে ট্রাসের রেকর্ড দীর্ঘায়িত হতে পারল না তাঁরই ব্যর্থতার কারণে। 

এদিকে, বাকিংহাম প্রাসাদ থেকে বের হয়ে ঋষি সুনাক তাঁর নতুন বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ দেন। ভাষণে, ঋষি সুনাক তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন—সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাঁর শাসনামলে বেশ কিছু ভুল করেছেন। এ সময় তিনি বরিস জনসনকেও ধন্যবাদ জানান। 

ঋষি সুনাক তাঁর ভাষণে জাতি ঐক্যবদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি আমাদের দেশকে ঐক্যবদ্ধ করব। কেবল কথায়ই নয়, কাজেও আমি তা প্রমাণ করে দেব। আমি সারা দিন কাজ করব এবং দিন শেষে আপনারা আমার কাজের ফলাফল দেখতে পাবেন।’ 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা