হোম > বিশ্ব > ইউরোপ

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের ৫৭ তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে তাঁর বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। রাজা চার্লস ঋষি সুনাককে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল সোমবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হন ঋষি সুনাক। এর মধ্য দিয়ে তাঁর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়। এর আগে, ব্যর্থতার দায় মাথায় নিয়ে মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 

৪২ বছরের ঋষি সুনাক বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তাঁর আগে লিজ ট্রাস মাত্র ৪৩ বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেছিলেন। তবে ট্রাসের রেকর্ড দীর্ঘায়িত হতে পারল না তাঁরই ব্যর্থতার কারণে। 

এদিকে, বাকিংহাম প্রাসাদ থেকে বের হয়ে ঋষি সুনাক তাঁর নতুন বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ দেন। ভাষণে, ঋষি সুনাক তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন—সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাঁর শাসনামলে বেশ কিছু ভুল করেছেন। এ সময় তিনি বরিস জনসনকেও ধন্যবাদ জানান। 

ঋষি সুনাক তাঁর ভাষণে জাতি ঐক্যবদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি আমাদের দেশকে ঐক্যবদ্ধ করব। কেবল কথায়ই নয়, কাজেও আমি তা প্রমাণ করে দেব। আমি সারা দিন কাজ করব এবং দিন শেষে আপনারা আমার কাজের ফলাফল দেখতে পাবেন।’ 

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ