হোম > বিশ্ব > ইউরোপ

শিশু হত্যাকারী নার্স লুসি ও সন্তান হত্যাকারী হেজের বন্ধুত্ব জমে উঠেছে জেলখানায়

যুক্তরাজ্যের একটি হাসপাতালে একের পর শিশুকে হত্যা করেছিলেন লুসি লেটবি নামে এক নার্স। আর প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের শিশুপুত্রকেই নির্মমভাবে খুন করেছিলেন সিয়ান হেজ নামে এক মা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই দুই শিশু হত্যাকারীর ঠাঁই হয়েছে একই কারাগারে। এমনকি জেলের মধ্যে দুই খুনির বন্ধুত্বও বেশ জমে উঠেছে বলে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। 

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুযোগ পেলেই জেলের মধ্যে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন লুসি এবং হেজ। একসঙ্গে গল্প-গুজব এবং টেলিভিশন দেখে সময় কাটাচ্ছেন তাঁরা। 

ভয়ংকর এই খুনিদের রাখা হয়েছে যুক্তরাজ্যের সারেতে অবস্থিত ‘ব্রোঞ্জফিল্ড প্রিজন’ নামে বেসরকারিভাবে পরিচালিত একটি কারাগারে। তাঁদের আলাদা সেলে থাকেন। সেলগুলোতে টয়লেটসহ একটি গোসলখানা, একটি ডেস্ক টেবিল, একটি ফোন এবং একটি দূরবিক্ষণ যন্ত্র রয়েছে। 

কারাগারের একটি সূত্র বলেছে, ‘তারা একসঙ্গে অনেক টিভি দেখেন, যার মধ্যে দ্য ট্রেইটরস (সিরিয়াল) এবং ক্রাইম শো এর মতো বিষয়গুলো রয়েছে।’ 

যে ব্লকটিতে দুই খুনিকে রাখা হয়েছে সেই ব্লকটিকে দারুণ সুন্দর হিসেবে আখ্যায়িত করেছেন কারা সূত্র। আর খুনিরা যে টেলিভিশনটি দেখেন সেটিতে রেডিও সহ শতাধিক ফ্রি চ্যানেল রয়েছে। খুব বেশি কাজ করতে হয় না বলে তাঁদের অবসর সময়ও প্রচুর। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মাস বয়সী শিশুপুত্রকে হত্যার দায়ে এক সপ্তাহ আগেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ২৭ বছর বয়সী হেজের। তিনি তাঁর ৩৫ বছর বয়সী প্রেমিক জ্যাক বেনহ্যামকে নিয়ে খুনটি করেছিলেন। শিশুটির শরীরে কোকেন প্রয়োগ ছাড়াও অন্তত ৭০টি গুরুতর আঘাত করেছিলেন তাঁরা। ২০২০ সালের নভেম্বরে লকডাউন চলার সময় বেনহ্যামের ক্যারাভানের ভেতরে এমন নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। 

এর আগে একটি হাসপাতালে নার্সের দায়িত্ব পালন করা অবস্থায় বিভিন্ন কৌশলে ৭ শিশুকে হত্যার অভিযোগে গত বছরের আগস্টে লুসি লেটবিকে ‘আমৃত্যু কারাদণ্ড’ দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের ইতিহাসে আমৃত্যু কারাদণ্ড পাওয়া নারীদের মধ্যে লুসি হলেন চতুর্থ। তাঁকে কোনো দিন প্যারোলেও মুক্তি দেওয়া হবে না বলে বিচারকেরা রায়ে উল্লেখ করেছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট