তৃতীয় রাতের মতো গত রোববার রাতে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে নেদারল্যান্ডসের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তাঁদের রুখতে লাঠিপেটা করেছে পুলিশ। এ পর্যন্ত আহত হয়েছেন ৬৪ জন।
পুলিশ বলছে, তাঁদের ৫ সদস্যও আহত হয়েছেন। আটক করা হয়েছে ৬৪ জনকে। বেলজিয়াম, ফ্রান্স অস্ট্রিয়া এবং ইতালিতেও রাস্তায় নেমেছে মানুষ। ফ্রান্সে সংঘর্ষ এবং দোকান লুটপাটের ঘটনায় আটক করা হয়েছে ৩৮ জনকে। এরই মধ্যে গতকাল সোমবার ১০ দিনের লকডাউনে প্রবেশ করেছে অস্ট্রিয়া।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় বিধিনিষেধ শিথিলের পর গতকাল পুরোদমে খুলে দেওয়া হয়েছে স্কুল। আগামী মাসের শুরু থেকে বিদেশিদের জন্য খুলে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। একান্ত বাধ্য না হলে আর লকডাউন দেওয়া হবে না বলে জানিয়েছেন সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী।