হোম > বিশ্ব > ইউরোপ

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পোলিশ নাগরিকের মৃত্যু, আহত ৩২ 

ক্রোয়েশিয়ায় এক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন পোলিশ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। ক্রোয়েশিয়ার ভারাজদিন এলাকায় দুর্ঘটনার শিকার হয় বাসটি। ওই বাসটিতে মোট ৪৪ জন পোলিশ তীর্থযাত্রী রোমানিয়ার মেদুগর্জে অবস্থিত একটি ক্যাথলিক আশ্রমে যাচ্ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে উত্তর–পশ্চিমে অবস্থিত ভারাজদিন এলাকার মহাসড়ক থেকে পিছলে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। 

ক্রোয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোস বলেছে, আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ–প্রধান মারচিন জিদাচ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, আহতদের ক্রোয়েশিয়ার ৫টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ওই বাসটিতে ৪৪ জন তীর্থযাত্রী ছিল। তাঁরা সবাই পোল্যান্ড থেকে রোমানিয়ার মেদুগর্জের একটি ক্যাথলিক আশ্রমে যাচ্ছিলেন। 

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাসটিতে ২ চালকসহ মোট ৪৪ জন ছিলেন। এ ছাড়া, ৩ জন পাদরি এবং ৬ জন নানও ছিলেন। ক্রোয়েশিয়ার অগ্নিনির্বাপক বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ মিলে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চালাতে পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। এরই মধ্যে এই দুর্ঘটনার বিষয়ে জানতে ঘটনার পরপরই একটি তদন্ত দল গঠন করে ক্রোয়েশিয়া পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট