হোম > বিশ্ব > ইউরোপ

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পোলিশ নাগরিকের মৃত্যু, আহত ৩২ 

ক্রোয়েশিয়ায় এক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন পোলিশ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। ক্রোয়েশিয়ার ভারাজদিন এলাকায় দুর্ঘটনার শিকার হয় বাসটি। ওই বাসটিতে মোট ৪৪ জন পোলিশ তীর্থযাত্রী রোমানিয়ার মেদুগর্জে অবস্থিত একটি ক্যাথলিক আশ্রমে যাচ্ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে উত্তর–পশ্চিমে অবস্থিত ভারাজদিন এলাকার মহাসড়ক থেকে পিছলে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। 

ক্রোয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোস বলেছে, আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ–প্রধান মারচিন জিদাচ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, আহতদের ক্রোয়েশিয়ার ৫টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ওই বাসটিতে ৪৪ জন তীর্থযাত্রী ছিল। তাঁরা সবাই পোল্যান্ড থেকে রোমানিয়ার মেদুগর্জের একটি ক্যাথলিক আশ্রমে যাচ্ছিলেন। 

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাসটিতে ২ চালকসহ মোট ৪৪ জন ছিলেন। এ ছাড়া, ৩ জন পাদরি এবং ৬ জন নানও ছিলেন। ক্রোয়েশিয়ার অগ্নিনির্বাপক বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ মিলে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চালাতে পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। এরই মধ্যে এই দুর্ঘটনার বিষয়ে জানতে ঘটনার পরপরই একটি তদন্ত দল গঠন করে ক্রোয়েশিয়া পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। 

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১