হোম > বিশ্ব > ইউরোপ

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ পোলিশ নাগরিকের মৃত্যু, আহত ৩২ 

ক্রোয়েশিয়ায় এক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন পোলিশ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। ক্রোয়েশিয়ার ভারাজদিন এলাকায় দুর্ঘটনার শিকার হয় বাসটি। ওই বাসটিতে মোট ৪৪ জন পোলিশ তীর্থযাত্রী রোমানিয়ার মেদুগর্জে অবস্থিত একটি ক্যাথলিক আশ্রমে যাচ্ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে উত্তর–পশ্চিমে অবস্থিত ভারাজদিন এলাকার মহাসড়ক থেকে পিছলে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। 

ক্রোয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোস বলেছে, আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ–প্রধান মারচিন জিদাচ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, আহতদের ক্রোয়েশিয়ার ৫টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ওই বাসটিতে ৪৪ জন তীর্থযাত্রী ছিল। তাঁরা সবাই পোল্যান্ড থেকে রোমানিয়ার মেদুগর্জের একটি ক্যাথলিক আশ্রমে যাচ্ছিলেন। 

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাসটিতে ২ চালকসহ মোট ৪৪ জন ছিলেন। এ ছাড়া, ৩ জন পাদরি এবং ৬ জন নানও ছিলেন। ক্রোয়েশিয়ার অগ্নিনির্বাপক বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ মিলে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চালাতে পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। এরই মধ্যে এই দুর্ঘটনার বিষয়ে জানতে ঘটনার পরপরই একটি তদন্ত দল গঠন করে ক্রোয়েশিয়া পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। 

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা