হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার সীমান্তে সংঘর্ষে ইউক্রেনের ২ সেনা নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের দুই সেনা নিহত হওয়া খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালানোর সময় বোমার শ্র্যাপনেলের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মারা যায়। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। পরে ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে দুই সেনা নিহতের খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এএফপির ওই প্রতিবেদন ইউক্রেনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডকে উদ্ধৃত করে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানোর সময় শেলের শ্র্যাপনেলের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মারা যান দুই সেনা। ওই সময় আহত হন আরও ২ জন। 

ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, বিদ্রোহীরা ৮২ ও ১২০ মিলিমিটার-ক্যালিবারের মর্টার শেল ব্যবহার করেছে। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে লুহানস্ক এবং দনেৎস্কে এমন অস্ত্র ব্যবহার নিষিদ্ধ ছিল। এ ছাড়া, বিচ্ছিন্নতাবাদীরা জনবসতিতে আস্তানা তৈরি করেও সেনাবাহিনীর ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। 

এ দিকে এই হামলায় জড়িত বিদ্রোহীরা রাশিয়া সমর্থিত বলে অভিযোগ করা হলেও মস্কো আনুষ্ঠানিকভাবে সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে একে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে।

রাশিয়া - ইউক্রেন সম্পর্কিত আরও পড়ুন:

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল