হোম > বিশ্ব > ইউরোপ

সিটবেল্ট না বেঁধে গাড়িতে: জরিমানা গুনতে হচ্ছে ঋষি সুনাককে

চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে। ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে, তারা লন্ডনে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ঋষি সুনাক এর আগে সিটবেল্ট বাঁধা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এবং ক্ষমাও চেয়েছিলেন। এবার পুলিশ তাঁকে জরিমানা করল। 

লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, এটি একটি ভুল ছিল এবং ঋষি সুনাক ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি জরিমানা দেবেন বলেও জানিয়েছেন। 

ব্রিটেনের আইন অনুযায়ী, সিটবেল্ট না পরে ধরা পড়লে যাত্রীদের সাধারণত তাৎক্ষণিকভাবে ১০০ পাউন্ড জরিমানা করা হয়। তবে মামলাটি যদি আদালত পর্যন্ত গড়ায়, সে ক্ষেত্রে জরিমানার পরিমাণ বেড়ে ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জানুয়ারি ল্যাঙ্কাশায়ারে সফরকালে ঋষি সুনাক সিটবেল্ট না বেঁধে চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করেছিলেন। মূলত ভিডিওর জন্য তিনি নিজের সিটবেল্ট সরান। ভিডিওটি সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারের পর সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

সরকারে থাকা অবস্থায় দ্বিতীয়বারে মতো শাস্তির মুখে পড়লেন ঋষি সুনাক। এর আগে গত বছরের এপ্রিলে করোনাকালীন লকডাউন ভঙ্গ করে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার জন্য জরিমানা গুণেছিলেন ঋষি সুনাক। 

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি