হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা কানাগলিতে আটকে গেছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা ‘কানাগলিতে’ আটকে গেছে। ইউক্রেনে রুশ সেনাবাহিনী দেশটির রাজধানী কিয়েভের আশপাশ থেকে পশ্চাদপসরণ করে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে মনোনিবেশ করার প্রকাশ্যে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 
১৯৯৯ সালের পর থেকে রাশিয়ার ক্ষমতায় থাকা দেশটির সর্বোচ্চ নেতা ভ্লাদিমির পুতিন মস্কো থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার পূর্বে ভস্টচনি কসমোড্রোম পরিদর্শনের সময় বলেন—রাশিয়া ইউক্রেন তার যে মহৎ লক্ষ্যগুলো রয়েছে তার সবগুলোই অর্জন করবে। পুতিন আরও বলেন, কিয়েভ রাশিয়ার বিরুদ্ধে ভুয়া যুদ্ধাপরাধের দাবি এবং সারা দেশের নিরাপত্তা নিশ্চিতের দাবি করে ইউক্রেন শান্তি আলোচনাকে লাইনচ্যুত করেছে। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা প্রসঙ্গে পুতিন বলেন, ‘আমরা আবারও একটি কানাগলিতে ফিরে এসেছি।’ 

এ সময় রুশ মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে কর্মরতরা পুতিনকে—ইউক্রেনে রাশিয়া যে লক্ষ্যে অভিযান চালিয়েছে তা অর্জন করবে কিনা এমন প্রশ্ন করল পুতিন বলেন, ‘অবশ্যই। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। রাশিয়া ধারাবাহিকতা বজায় রেখে শান্তভাবে লক্ষ্য অর্জনে কার্যক্রম চালিয়ে যাবে।’ 

তবে এ সময় পুতিন কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির অবতারণা করেন তা হলো—যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের পর যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সৃষ্টি করেছিল তা বজায় রাখতে চাচ্ছে। এমতাবস্থায় রাশিয়ার সামনে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। কারণ রাশিয়াকে পূর্ব ইউক্রেনের রুশভাষীদের রক্ষা করতে হবে এবং প্রাক্তন সোভিয়েত ভুক্ত দেশগুলোকে মস্কোর শত্রুদের খেলার পুতুল হতে বাধা দিতে হবে।’ 

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল