হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেন সংকট: পুতিনকে আলোচনার দরজা খোলার রাখার পরামর্শ লাভরভের

ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংকটের মধ্যে পুতিনকে নতুন পরামর্শ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেন সংকট নিরসনে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার পুতিনকে এ পরামর্শ দেন লাভরভ। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ওয়াশিংটন রাশিয়ার প্রধান দাবি-ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে ন্যাটোর সদস্য হিসেবে যোগদানের অনুমতি না দেওয়া ও পূর্ব ইউরোপ থেকে পশ্চিমা বাহিনী ফিরিয়ে নেওয়া-প্রত্যাখ্যান করলেও মস্কোর উচিত ওয়াশিংটন ও ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সঙ্গে সংলাপ বজায় রাখা বলে পুতিনকে পরামর্শ দিয়েছেন লাভরভ। 

এ দিকে ইউক্রেনের ‘আঞ্চলিক অখণ্ডতা’ ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আলাপ-আলোচনারই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেন সফররত জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। ইউক্রেন সংকট প্রশমনে ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপের পর তিনি এই মন্তব্য করেন। 

আলোচনার মাধ্যমে সংকট প্রশমনে জার্মান প্রচেষ্টার মধ্যেই লাভরভের এই পরামর্শ এল। 

উল্লেখ্য, পুতিনের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার মস্কো যাবেন শলৎস। 

রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই পরামর্শকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সংকট নিরসনে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে—যুক্তরাষ্ট্রের বারবার দেওয়া এমন সতর্কবার্তার বিপরীতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন পরামর্শকে ইতিবাচকভাবে দেখছেন তাঁরা। 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা