হোম > বিশ্ব > ইউরোপ

৪৫ রুশ গুপ্তচর শনাক্ত, দাবি পোল্যান্ডের

রাশিয়ার ৪৫ জন কূটনীতিবিদকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার দাবি করেছে পোল্যান্ড। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দা এজেন্সিয়া বেজপিয়েসজন্তসওয়া বেভনেন্তজনেগো (এডব্লিউবি) বা ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি ওই ৪৫ রুশ নাগরিককে পোল্যান্ড থেকে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এবিডব্লিউ-এর মুখপাত্র স্ত্যানিসলা জারিন বুধবার সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজনদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ৪৫ জনকে শনাক্ত করেছে রাশিয়ার গুপ্তচর হিসেবে। এসব ব্যক্তিরা পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা পেয়ে আসছিলেন।’ 

জারিন আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো তালিকায় রাশিয়ার “বিশেষ পরিষেবার কর্মকর্তা এবং তাঁদের সহযোগিতা করা ব্যক্তিদের”অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা পোল্যান্ডের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমাদের মিত্রদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তি চালিয়েছেন।’ 

রাশিয়ার পক্ষে কাজ করায় এক পোলিশ নাগরিককে আটক করা হয়েছে জানিয়ে জারিন বলেন, ‘এডব্লিউবি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন পোলিশ নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তি ওয়ারশ’র রেজিস্ট্রি অফিসের আর্কাইভে কাজ করত। ওই ব্যক্তির কার্যকলাপ পোল্যান্ডের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।’ 

পোল্যান্ড সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাঁর সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’ 

এ দিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় বলেছে, পোল্যান্ড থেকে তাঁদের কূটনীতিবিদদের বহিষ্কার করা হলে তাঁরা প্রতিশোধ নেবে। 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা