হোম > বিশ্ব > ইউরোপ

৪৫ রুশ গুপ্তচর শনাক্ত, দাবি পোল্যান্ডের

রাশিয়ার ৪৫ জন কূটনীতিবিদকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার দাবি করেছে পোল্যান্ড। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দা এজেন্সিয়া বেজপিয়েসজন্তসওয়া বেভনেন্তজনেগো (এডব্লিউবি) বা ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি ওই ৪৫ রুশ নাগরিককে পোল্যান্ড থেকে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এবিডব্লিউ-এর মুখপাত্র স্ত্যানিসলা জারিন বুধবার সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজনদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ৪৫ জনকে শনাক্ত করেছে রাশিয়ার গুপ্তচর হিসেবে। এসব ব্যক্তিরা পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা পেয়ে আসছিলেন।’ 

জারিন আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো তালিকায় রাশিয়ার “বিশেষ পরিষেবার কর্মকর্তা এবং তাঁদের সহযোগিতা করা ব্যক্তিদের”অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা পোল্যান্ডের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমাদের মিত্রদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তি চালিয়েছেন।’ 

রাশিয়ার পক্ষে কাজ করায় এক পোলিশ নাগরিককে আটক করা হয়েছে জানিয়ে জারিন বলেন, ‘এডব্লিউবি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন পোলিশ নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তি ওয়ারশ’র রেজিস্ট্রি অফিসের আর্কাইভে কাজ করত। ওই ব্যক্তির কার্যকলাপ পোল্যান্ডের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।’ 

পোল্যান্ড সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাঁর সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’ 

এ দিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় বলেছে, পোল্যান্ড থেকে তাঁদের কূটনীতিবিদদের বহিষ্কার করা হলে তাঁরা প্রতিশোধ নেবে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট