হোম > বিশ্ব > ইউরোপ

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

চিরবিদায়ের আগে গতকাল রোমের সান্তা মারিয়া ম্যাগিওরে ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের কফিন। ছবি: এএফপি

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে। গতকাল শনিবার ভ্যাটিকানের সীমানার বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাগিওরে ব্যাসিলিকায় তাঁকে সমাহিত করা হয়। বিবিসি জানিয়েছে, গত ১০০ বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে ৪ লাখের বেশি মানুষ অংশ নেয় বলে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। শেষকৃত্যানুষ্ঠানের প্রার্থনা মিছিল শেষে ধীরগতির শোভাযাত্রার মাধ্যমে পোপের কফিন রোমের সান্তা মারিয়া ম্যাগিওরে গির্জায় নিয়ে যাওয়া হয়। শোভাযাত্রাটি ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দেয়।

এর আগে গতকাল সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ও রাজপরিবারের সদস্যরা এতে অংশ নেন। প্রয়াত পোপ ফ্রান্সিস ড. ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করতেন। বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তাঁর ‘তিন শূন্য’ তত্ত্ব; যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন। ভ্যাটিকানে তিনি ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেন।

উল্লেখযোগ্য অন্য বিদেশি নেতাদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিজিয়া, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রমুখ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে বাণিজ্যযুদ্ধ, ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন—সবকিছু দূরে সরিয়ে রেখে এক ছাদের নিচে জড়ো হন বিশ্বনেতারা। কফিনের কাছে সামনের সারির একটি আসনে বসেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁদের ঠিক পাশের সারিতে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিট মাখোঁ।

উল্লেখ্য, প্রায় ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার প্রধানের দায়িত্ব পালনের পর গত ২১ এপ্রিল মারা যান পোপ ফ্রান্সিস। দায়িত্ব পালনকালে বিশ্বজুড়ে সহনশীলতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন

ইউরোপ চাইলে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত—পুতিনের এই মন্তব্যে ব্রিটেনের তীব্র প্রতিক্রিয়া

জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনকে দেওয়ার উদ্যোগ ইইউর