হোম > বিশ্ব > ইউরোপ

নেদারল্যান্ডসে ৪০০০ বছর আগের মঠের সন্ধান

ডয়চে ভেলে

নেদারল্যান্ডসের টিল শহরে ৪ হাজার বছর আগের এক মঠের সন্ধান মিলেছে। প্রত্নতাত্ত্বিকদের তথ্যের ভিত্তিতে শহর কর্তৃপক্ষের দাবি—এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার দেশের ইতিহাসে আগে কখনো হয়নি। এই দাবির কথা নিজেদের ওয়েবসাইটে সরাসরিই লিখেছে টিল শহর কর্তৃপক্ষ। 

হেগ থেকে ৭২ কিলোমিটার দূরের শহরটিতে ২০১৭ সালেও একবার খননকাজ পরিচালনা করা হয়েছিল। তখন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। 

তবে দ্বিতীয় প্রচেষ্টায় বড় সাফল্যের দেখা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। এই সুখবর জানাতে গিয়ে টিল নগর কর্তৃপক্ষ লিখেছে, ‘সবকিছুই মাটির খুব গভীরে লুকানো ছিল।’

একটা-দুটো নয়, ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ লাখ প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে এবার। প্রায় এক হাজার বছর আগের একটি কাচের গুটিকাসহ অনেক কিছুই রয়েছে সেখানে। 

মাটি খুঁড়ে উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনটি ২৫০০ খ্রিষ্টপূর্বাব্দের বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা। 

প্রাচীন নিদর্শন উদ্ধারের সুখবর জানাতে গিয়ে টিল শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিখেছে, ‘কী চমৎকার এক প্রত্নতাত্ত্বিক উদ্ভাবন!’ স্থানীয় গণমাধ্যম খবরের শিরোনামে লিখেছে, ‘স্টোনহেন্জ অব দ্য নেদারল্যান্ডস।’ ইংল্যান্ডের পাথরে ঘেরা অভয়ারণ্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে বলেই এমন শিরোনাম। 

জানা গেছে, মঠটি আসলে বিশাল এক গর্ত বা গুহায় তৈরি। নির্মাণের পর অন্তত ৮০০ বছর পর্যন্ত সেখানে বলিদান, অন্ত্যেষ্টিক্রিয়াসহ নানা ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে। সেখানে যে বহু মানুষ সমাহিত, তারও প্রমাণ মিলেছে। টিল শহরের ওই বিশেষ স্থানটি থেকে অন্তত ৬০ জন নারী, পুরুষ ও শিশুর দেহাবশেষও উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা।

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প